ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৬, ১ আগস্ট ২০১৮

খুলনায় পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা মধ্যপাড়া পাখির মোড় এলাকার পুকুর থেকে আনোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আনোয়ার হোসেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, ব্যবসায়ী শেখ আনোয়ার হোসেন সোমবার রাত ১১টার দিকে খাবার খেয়ে বাড়ির বাইরে বের হন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরের আগে নিজেদের পুকুরে তার লাশ ভেসে উঠে। এরপর স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নারায়ণগঞ্জে নারী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, গোগনগর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে মাহমুদা আক্তারের (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাহমুদাকে এলাকায় মডেল হিসেবে চিনে। সোমবার মধ্যরাতে ফ্ল্যাটের তালা ভেঙ্গে মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা কয়েক দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশে পচন ধরে গেছে। লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মাহমুদা আক্তার নগরীরর দেওভোগ নাগবাড়ি এলাকার আক্কাস আলীর মেয়ে। মাহমুদা আক্তার নগরীর উকিলপাড়া এলাকার ‘টপটেন’ নামের একটি মেগামলের বিক্রয়কর্মী ছিলেন। ইতোপূর্বে মাহমুদা একাধিক শর্টফিল্মে ও কয়েকটি লোকাল বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছিলেন বলে জানা গেছে। জানা গেছে, সোমবার রাতে গোগনগর আলামীননগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিনতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ফ্ল্যাটের দরজার বাইরের তালা ভেঙ্গে পচন ধরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে। আমতলীতে শ্রমিক নিজস্ব সংবাদদাতা আমতলী বরগুনা থেকে জানান, আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের আবদুস ছত্তার ফকির নামের এক আওয়ামী লীগ নেতার লাশ নিখোঁজের দু’দিন পরে পায়রা নদীর ছোট লবণগোলা চর থেকে উদ্ধার করেছে স্বজনরা। জানা গেছে, উপজেলার পাতাকাটা গ্রামের আবদুস ছত্তার ফকির রবিবার সকালে আড়পাঙ্গাশিয়া খালে ঝুলে পড়া রেইন্টি গাছের ডাল কাটতে গিয়ে নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে আমতলী পুলিশ ও দমকল বাহিনীর লোকজনকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনীর লোকজন দু’দিন খুঁজে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার সকালে পায়রা নদীর ছোট লবণগোলা চরে ক্ষতবিক্ষত লাশ দেখে স্থানীয় লোকজন স্বজনদের খবর দেয়।
×