ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিয়া এতিমখানা মামলা

খালেদার আপীল নিষ্পত্তির সময় বাড়ল

প্রকাশিত: ০৫:৫৫, ১ আগস্ট ২০১৮

খালেদার আপীল নিষ্পত্তির সময় বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড প্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীল নিষ্পত্তিতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়েছে আপীল বিভাগ। এর ফলে জুলাই মাসের শেষ দিনের মধ্যে আপীল নিষ্পত্তির যে বাধ্যবাধকতা ছিল সেটি আর থাকল না। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদ- নিয়ে কারাগারে বন্দী খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ৮ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট। এ নিয়ে চতুর্থবারের মতো তার জামিনের মেয়াদ বাড়ল এ মামলায়। এদিকে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আপীল বিভাগ, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ও বিচারিক আদালত এ আদেশগুলো দিয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদ-প্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীল নিষ্পত্তিতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়েছে আপীল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। জামিনের মেয়াদ বাড়ল ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদ- নিয়ে কারাগারে বন্দী খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ৮ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট। এ নিয়ে চতুর্থবারের মতো তার জামিনের মেয়াদ বাড়ল এ মামলায়। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুর রেজাক খান ও এজে মোহাম্মদ আলী। তাদের সঙ্গে ছিলেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম।
×