ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাইগারদের প্রশংসায় জেসন হোল্ডার

প্রকাশিত: ০৬:৫৯, ৩০ জুলাই ২০১৮

  টাইগারদের প্রশংসায়  জেসন হোল্ডার

স্পোর্টস রিপোর্টার ॥ উইন্ডিজ সফরে ২-১এ ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে টি২০ ও এই সফরে ক্যারিবীয়দের কাছে টেস্ট ভরাডুবির পর দলে যে হাঁহাকার তৈরি হয়েছিল প্রথম ওয়ানডেতে ৪৮ রনের জয়ে সেটি কেটে যায়। হাতের মুঠোয় থাকা দ্বিতীয় ম্যাচটা হারের পর শেষ ওয়ানডেটা হয়ে ওঠে অঘোষিত ফাইনাল। সেখানে ১৮ রানের দারুণ জয়ে সিরিজ পকেটে পুরে মাশরাফি বিন মর্তুজার দল। হারের পর নিজ দলের পারফর্মেন্সে হতাশ হলেও ওয়ানডেতে টাইগারদের পারফর্মেন্সে প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেছেন, বাংলাদেশ সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে সত্যি ভয়ঙ্কর। ক্যারিবীয় গেট ব্রায়ান লারাও বাংলাদেশের প্রশংসা করেছেন। হোল্ডার বলেন, ‘একটি পরিপূর্ণ ম্যাচ খেলতে আমরা একপ্রকার লড়াই করেছি। আসলে এই মাঠে ৩০০ রান তাড়া করে যেতা সম্ভব ছিল। আমাদের বোলাররাও ভাল করেছে। তবে ইনিংসের মাঝভাগে আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। মধ্যপথেই আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি। আমাদের জন্য সুযোগ তৈরি করে দেয়া ক্রিস গেইল রোভম্যান পাওয়েলের প্রশংসা করতে হবে। কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকেও। তারা সত্যি দারুণ খেলেছে। ছোট ফরমেটের ক্রিকেটে বিশেষ করে ওয়ানডেতে ওরা আসলেই অনেক ভাল দল।’ প্রথমে ব্যাট করে তামিম ইকবালের সেঞ্চুরি ও মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ হাফসেঞ্চুরির ওপর ভর করে স্কোরবোর্ডে তিন শতাধিক রান যোগ করে টাইগাররা। এরপর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝখানে তাদের চেপে ধরে বাংলাদেশ। সেখানেই মূলত পিছিয়ে যায় স্বাগতিকরা। দিনশেষে বিষয়টি স্বীকার করেন হোল্ডার। সেন্ট কিটসের মাঠটি অন্য মাঠের তুলনায় কিছুটা ছোট। এই মাঠে তিন শতাধিক রান তাড়া করে জেতা সম্ভব। আর এ সময়ের ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান তাড়া করে জয়ের ভূরি ভূরি নজির রয়েছে। উইন্ডিজ টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হোল্ডারও তেমনটাই বলেছেন, ‘আসলে এখনকার সময়ে ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান তাড়া করে জেতা সম্ভব। ৩০০ রান অজেয় কোন রান নয়। আমাদের এটা তাড়া করে জেতা উচিত ছিল। তবে বিশ্বকাপের আগে অনেক কিছু নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা বুঝতে পারছি। ব্যাট হাতে হেটমায়ার ভাল খেলেছে। পেসার কিমো পল নিজের ছন্দ ফিরে পেয়েছে। ক্রিস গেইল বরাবরের মতো অসাধারণ খেলেছে। রোভম্যান পাওয়েলও ভাল করেছে। সিরিজ হারলেও বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে আমাদের জন্য। আশাকরি টি২০ সিরিজে ছেলেরা আরও ভাল করবে। আমরা ২০১৯ বিশ্বকাপের জন্য ভাল একটা কম্বিনেশন খুঁজে পাব।’ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৪৮ রানের জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে শেষ মুহূর্তে সাব্বির রহমান ও মুশফিকুর রহিম ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন। তাদের সঙ্গে জয়ও ধরা পড়ে ওয়েস্ট ইন্ডিজের হাতে। ৩ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা। তাতে শনিবারের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়। সেই ফাইনালে স্বাগতিকদের ১৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামী বুধবার সেন্ট কিটসের এই মাঠেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০। এরপর ৪ ও ৫ আগস্ট শেষ দুই ম্যাচ মার্কিন মুলুকের ফ্লোরিডায়।
×