ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ০৬:৪৫, ৩০ জুলাই ২০১৮

  ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ জুলাই ॥ সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকায় গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১৫জন। শনিবার রাত ৮টার দিকে এবং রবিবার সকাল ৬টা ও সকাল সাড়ে ৮টায় তিন দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ১০টি বাড়ি ভাংচুর ও মূল্যবান দ্রব্যসামগ্রী লুটপাট করা হয়েছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য এবং সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঙ্গে সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীর হোসেনের বিরোধ চলে আসছিল। সিদ্দিক ও জাহাঙ্গীর আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও বর্তমানে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনের নিকটজন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমাবাদ গ্রামের ডাঙ্গীপাড়া রাজনের দোকানের মোড়ে সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকের সঙ্গে সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীর হোসেনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্দিক ও জাহাঙ্গীরের লোকজন মেরে আব্দুল মালেকের ভাই নাসিরের হাত ভেঙ্গে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ রবিবার সকাল ৬টার দিকে থেকে ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ বিরতি দিয়ে সকাল ৮টার দিকে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটে।
×