ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মামলা তুলে নিতে সাবেক স্বামীর হুমকি

প্রকাশিত: ০৬:৪১, ৩০ জুলাই ২০১৮

মামলা তুলে নিতে সাবেক স্বামীর হুমকি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বাঘইল শহিদপাড়ার আজিজুর রহমান টুকুর ছেলে রাকিবুর রহমান শুভ্রর বিরুদ্ধে একই পাড়ার নাজমা খাতুন বেলিকে অস্ত্র ধরে মেরে ফেলা,মামলা তুলে নেয়ার চাপ ও বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বেলির পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বেলির পিতা ইউনুস আলী বলেন, শনিবার রাত ৮টার দিকে আমার মেয়ে নাজমা খাতুন বেলি বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ শুভ্র অজ্ঞাত এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বেলির সামনে হাজির হয়ে পিস্তল উঁচিয়ে বলে,খুব বেড়ে গেছিস। মামলা তুলে নে নইলে জানে মেরে ফেলব,বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারব। শুভ্রর হুমকি ও আচরণে ভীত হয়ে নাজমা বেলি দৌঁড়ে বাড়িতে ঢুকে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে। তিনি আরও বলেন, ২০১০ সালের ১৫ নবেম্বর আমার মেয়ে নাজমা খাতুন বেলির সঙ্গে প্রতিবেশী আজিজুর রহমান টুকুর ছেলে রাকিবুর রহমান শুভ্র গোপনে বিয়ে করে। পরে শুভ্র সেতু মন্ত্রণালয়ে একটি প্রকল্পে সহকারী প্রকৌশলী সিভিল পদে চাকরিতে যোগদান করে। এর পর থেকে সে নাজমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। নানা কায়দায় খারাপ ব্যবহারের মাধ্যমে সে নাজমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণের টাকা দাবি করে। নাজমার সুখের জন্য আট বছর ধরে বিভিন্ন সময়ে শুভ্রকে প্রায় পাঁচ লাখ টাকা নাজমার মাধ্যমে দেয়া হয়। এর পর নাজমা বাধ্য হয়েই শুভ্রর বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। নাজমা পাবনা কোর্টে আরও একটি যৌতুক মামলা দায়ের করে। এ সময় এলাকাবাসীর মধ্যে জহুরুল ইসলাম, সিদ্দিক টিটি, আবুল কালাম, নায়েব আলী, একরামুল ইসলাম, খেপু ম-ল, নাজমা খাতুন বেলি,শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
×