ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চিকিৎসা অবহেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৭:৫১, ২৯ জুলাই ২০১৮

 চিকিৎসা অবহেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ ॥ তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ জুলাই ॥ সাভারে চিকিৎসা অবহেলায় শেফালী আক্তার নামের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে চিকিৎসক ও মালিকের বিরুদ্ধে। সারারাত জ্বর ও শ্বাসকষ্টে আহাজারি করলেও কোন চিকিৎসক পাননি ভুক্তভোগীরা। এমনকি, অন্য হাসপাতালে নেয়ার জন্য বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার পর থেকে কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা পলাতক। নিহতের পরিবার মুচলেকা দিয়ে থানায় কোন মামলা না করে মৃতদেহ বাসায় নিয়ে যায়। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার আনন্দপুর এলাকায় রূপসী বাংলা হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত শেফালী আক্তার সাভারের ফুলবাড়ীয়া এলাকার বাহাজ উদ্দিনের মেয়ে। নিহতের বাবা জানান, তিনদিন আগে তার অন্তঃসত্ত্বা মেয়েকে সিজার করার উদ্দেশে রূপসী বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় অপারেশনের তারিখ পেছানো হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান- ডাক্তার নেই, তাই তাদের কিছু করারও নেই। এদিকে, হাসপাতালের মালিক ও চিকিৎসক প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ হাসিনা মমতাজ শনিবার দুপুরে হাসপাতালে এলেও অবস্থা বেগতিক দেখে কৌশলে সেখান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই এনামুল হক জানায়, নিহতের পরিবার এ ঘটনায় থানায় কোন মামলা করতে রাজি হননি। মুচলেকা দিয়ে তারা মৃতদেহ নিয়ে যান। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ আমজাদুল হক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের প্রধানসহ ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে।
×