ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মরগানের হ্যাটট্রিকে যুক্তরাষ্ট্রের জয়, ব্রাজিলের হার

প্রকাশিত: ০৭:৩৮, ২৯ জুলাই ২০১৮

মরগানের হ্যাটট্রিকে যুক্তরাষ্ট্রের জয়, ব্রাজিলের হার

স্পোর্টস রিপোর্টার ॥ লস এ্যাঞ্জেলেসের কানসাস সিটিতে চলছে চারজাতির মহিলা ফুটবল টুর্নামেন্ট। প্রথম রাউন্ডেই জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র মহিলা ফুটবল দল। এ্যালেক্স মরগানের হ্যাটট্রিকে তারা ৪-২ গোলে হারিয়েছে জাপান মহিলা দলকে। চিলড্রেন’স মার্সি পার্কে অনুষ্ঠিত আরেক ম্যাচে অবশ্য অঘটনই ঘটেছে। অস্ট্রেলিয়ার মেয়েরা ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিলের মেয়েদের। চিলড্রেন’স মার্সি পার্কে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মরগান ১৮, ২৬ ও ৫৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। অবশ্য ২০ মিনিটে জাপানের মিনা তানাকা প্রথম গোল হজমের পরই জাপানকে সমতা এনে দিয়েছিলেন ২০ মিনিটে। কিন্তু এরপর মরগানের গোলে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মরগানের হ্যাটট্রিক পূরণ হওয়ার পর ৬৬ মিনিটে র‌্যাপিনো আরেকটি গোল করে বড় জয়ের ভিত গড়ে দেন মার্কিন মেয়েদের। ৭৬ মিনিটে জাপানের পক্ষে আরেকটি গোল পরিশোধ করেন মোয়েনো সাকাগুচি। ২০১৫ মহিলা বিশ্বকাপের ফাইনালেও জাপানকে ভ্যানকুভারে ৫-২ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। দিনের অপর ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ও অনুপ্রাণিত হওয়ার মতো একটি জয় পেয়েছে মহিলা সকারুরা। অস্ট্রেলিয়ার মেয়েরা ব্রাজিলিয়ান মেয়েদের ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হতাশার শুরুটাই হয়েছে ম্যাচের ৯ মিনিটে ব্রাজিলের রাইটব্যাক পোলিয়ানার আত্মঘাতী গোলে।
×