ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৬, ২৯ জুলাই ২০১৮

বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ জুলাই ॥ ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন ট্রাফিক পুলিশ তোতা মুন্সী (৫০)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে নিজ বাড়ির বাগানে গাছের ওপর পড়ে থাকা বিদ্যুতের তার সরানো সময় এই দুর্ঘটনা ঘটে। তোতা মিয়া পল্লীবেড়া গ্রামের মৃত দলা মিয়ার ছেলে। শিবচর থানায় কর্মরত ট্রাফিক পুলিশ তোতা মিয়া শুক্রবার সকালে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তার মেয়ের পুত্র সন্তান হয়েছে মর্মে খবর পেয়ে ফরিদপুরে হাসপাতালে যায়। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি এসে বাগানে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ির বাগানে গাছের উপর পড়ে থাকা বিদ্যুতের তার সরানোর সময় এই দুর্ঘটনা তিনি আহত হন। আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে বালুভর্তি জিওব্যাগের ডাম্পিং শুরু নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ জুলাই ॥ পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিওব্যাগ ফেলে জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে কাজ শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে বালুভর্তি ৩ হাজার জিওব্যাগ ফেলে সেখানে ডাম্পিং কাজ চলছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম শনিবার দুপুরে ভাঙ্গন কবলিত হরিপুর গ্রাম পরিদর্শন করেছেন। এ সময় জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএসএম মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন। জানা গেছে, চলতি বর্ষার শুরুতেই হরিপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। ভাঙ্গনে পাঁচটি পরিবারের ১১টি বসতঘর নদে বিলীন হয়ে যায়। স্থানীয় অন্তত পক্ষে ২০০ পরিবারের বসতভিটা ও জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। গ্রামবাসীরা ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধনের আয়োজন করে। এ নিয়ে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
×