ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওরা নিজেরাই শপথ নিল অন্যায় কাজ না করার

প্রকাশিত: ০৭:০২, ২৯ জুলাই ২০১৮

ওরা নিজেরাই শপথ নিল অন্যায় কাজ না করার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নওয়াপাড়ার রেল বসতির ছিন্নমূল সুবিধাবঞ্চিত অসহায় শিশুরা ঘুরে দাঁড়াল, নিজেরাই পড়ল শপথ। পথপাঠশালার ৯ম পর্ব নওয়াপাড়া বেঙ্গল রেলক্রসিং বস্তিতে চলাকালে কয়েক উদ্যমী শিশু বলে উঠল, স্যার আজ আমরাই শপথ পড়াব। পথপাঠশালার সুনীল দাস তাদের কথা শুনে ছেড়ে দিলেন তাদের ইচ্ছার ওপর। ওরা বলল, ‘ধূমপান করব না, স্কুল ফাঁকি দিব না। মিথ্যা কথা বলব না। বড়দের মান্য করব, ছোটদের ভালবাসব। মা বাবার মনে কষ্ট দিব না। দেশকে ভালবাসব। ট্রেনে পাথর ছুড়ি না, ছুড়ব না। ওদের সবার বয়স ৪ থেকে ১২ বছরের মধ্যে। ওদের সংখ্যা ৪০ এর ওপর। পাশে ছিল ওদের মা, বাবারা। দেখছিল ওদের কা- কারখানা। সবাই শপথ নেয়ার পাশাপাশি বড় হয়ে কি করবে, তা বিনা সংকোচে বলল, ওদের স্বপ্নের কথা। কেউ কেউ বলছে, ওরা বড় হয়ে ডাক্তার, র‌্যাব, পুলিশ, সাংবাদিক হবে। শুনে ওদের মায়েদের মনে জেগে উঠল নতুন সাধ। মায়েরা ভাবতেও পারেনি, ওদের মুখে এমন কথা শুনতে পারবে। রেল বস্তির ভাঙ্গা ঘরে যাদের বসবাস, যাদের ঘরে চাঁদের আলো আর সূর্য়দেব উঁকি দেয়, যাদের ঘরের বিছানা ভিজে যায় বর্ষার জলে, তাদের মাঝে এমন আশা আর স্বপ্ন দেখতে পেয়ে মনটাও ভরে গেল পথপাঠশালার সংগঠকদের। পথপাঠশালার সংগঠকদের একজন সুনীল দাস বললেন, ‘আমরা কয়েকজন প্রতি সপ্তাহে, একদিন ছিন্নমূল শিশুদের জড়ো করে রাস্তার পাশে দাঁড়িয়ে জীবন দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করি। মাঝে মাঝে উপহার তুলে দেই ওদের হাতে। ওরা আনন্দ পায়। প্রাণ উচ্ছল হাসি আর আনন্দের মাঝে কাটে কিছুক্ষণ। ওরা জেগে উঠুক, দেশের বোঝা না হয়ে সম্পদ হোক। আমরা ওদের পাশে দাঁড়িয়ে একটু সাহস দিতে চেষ্টা করি।
×