ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় সিলিং ফ্যান পড়ে দুই শিশু শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৭:০০, ২৯ জুলাই ২০১৮

ভোলায় সিলিং ফ্যান পড়ে দুই শিশু শিক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৮ জুলাই ॥ শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে কেজি শ্রেণীর ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে আহতরা হচ্ছে অসীম আচার্যের মেয়ে বসুধা আচার্য (৭) এবং সোহানা (৭)। দুর্ঘটনার পরে দ্রুত আহতদেরকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অভিযোগ রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ইতোপূর্বে একই ঘটনা ঘটে। কিন্তু প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নতুন করে ফ্যান দেয়নি। পুরাতন লক্কড় ঝক্কড় মার্কা ফ্যান দিয়েই শিশুদের ক্লাস করানো হয়। অপরদিকে এ ঘটনায় স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অভিভাবকরা জানান, প্রতিদিনের মতো শনিবারও স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস করছিল। সকাল ১০টার দিকে কেজি জিনিয়া শাখার ক্লাসে হঠাৎ করে সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। এ সময় ক্লাসের ছাত্রী বসুধা আচার্যর ঠোঁট মুখ ও গাল কেটে যায়। আর সোহানার মাথায় আঘাত লাগে। এ সময় দ্রুত ওই ছাত্রীদের অভিভাবকরা ভোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। বসুধা আচার্যর মুখে চারটি সেলাই দেয়া হয়েছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে রিক্সাচালকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৮ জুলাই ॥ আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে শনিবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ব্যাটারি চালিত রিক্সাচালক জামাল গাজীর (৩৫) মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার বৈঠাকাটা গ্রামের রিক্সাচালক জামাল হোসেন শুক্রবার রাতে খান বাড়ির মসজিদে নিজের রিক্সার ব্যাটারি চার্জ দিয়ে বাড়ি ফেরেন। শনিবার সকালে চার্জ খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত জামাল ওই গ্রামের মৃত রহমান গাজীর পুত্র।
×