ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে হিঙ্গুলী খাল গিলে খাচ্ছে সড়ক ও জমি

প্রকাশিত: ০৪:৪৬, ২৮ জুলাই ২০১৮

 মীরসরাইয়ে হিঙ্গুলী খাল গিলে খাচ্ছে সড়ক ও জমি

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৭ জুলাই ॥ মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের ফরেস্ট অফিসসহ বিস্তীর্ণ এলাকা, সড়ক, কৃষি জমি, সৃজন করা বনায়নসহ ব্যাপক ভূমি ভাঙ্গনের কবলে পড়েছে। ফেনী নদী থেকে বয়ে আসা এই হিঙ্গুলী খালের ভাঙ্গনেই বিলীন হচ্ছে সব। এতে করে বিপাকে পড়েছে উপজেলার মেহেদীনগর, আজমনগর ও ফরেস্ট অফিস এলাকার কয়েক হাজার মানুষ। জানা গেছে, উপজেলার ফেনী নদী থেকে বয়ে আসা এই হিঙ্গুলী খাল কয়েকটি গ্রামের হাজার হাজার কৃষকের সুখ দুঃখের সাথী। এবার খালে ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আতঙ্ক। বিশেষ করে আজমনগর গ্রামের দুপার্শ্বে কৃষি জমি পতিত হতে দেখা গেছে। আবার অনেকের সৃজন করা বনায়ন ও খালের গর্ভে পতিত হচ্ছে। পাহাড়ী ঢলে হিঙ্গুলী খালের পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় মেহেদীনগর গ্রামের ফরেস্ট অফিস সড়কটির প্রায় ৪শ’ ফুট ভেঙ্গে গেছে। মাটির সড়কটি ভেঙ্গে যাওয়ায় ওই গ্রামের লোকজন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অতিবষর্ণে পাহাড়ী ঢলে সড়কটি ভেঙ্গে গেছে বলে স্থানীয়রা জানান। তবে দ্রুত সড়কটি সংস্কার করা না হলে অচিরেই পুরোপুরি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সম্প্রতি সড়কটি পরিদর্শন করেছে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তারা। স্থানীয় সোনা মিয়া সওদাগর ও নুরুল করিম জানান, প্রতিবছর অতিবষর্ণে পাহাড়ী ঢলে হিঙ্গুলী খালের পানি বেড়ে যায়। এতে করে খালের পার্শ্ববর্তী জমি ও সড়ক ভেঙ্গে যায়। হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন জানান, ফরেস্ট অফিস সড়কটির কিছু অংশ হিঙ্গুলী খালের পানিতে ভেঙ্গে গেছে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানোর পর তারা সরজমিনে পরিদর্শন করেছেন। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাশেদ জানান, তিনি ইতোমধ্যে সড়কটি পরিদর্শনে একটি প্রতিনিধি টিম পাঠিয়েছেন। প্রতিনিধি টিম সড়কটি পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরি করবে। রিপোর্টটি অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।
×