ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সহপাঠীর ছুরির আঘাতে ছাত্র খুন

প্রকাশিত: ০৪:৪৫, ২৮ জুলাই ২০১৮

 কলাপাড়ায় সহপাঠীর ছুরির আঘাতে  ছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ জুলাই ॥ সহপাঠীর ছুরিকাঘাতে মারা গেছে হাফেজিয়া মাদ্রাসার ছাত্র রাজীব খলিফা (১৩)। অভিযুক্ত ছাত্র আবুবকরকে (১৪) পুলিশ বিকেলে গ্রেফতার করেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, সহপাঠী মোহাম্মদপুর হেফজুল কুরআন দ্বীনিয়া মাদ্রাসার ছাত্র অভিযুক্ত আবুবকর মাদ্রাসা কক্ষে মোবাইলে কথা বলছিল। এ সময় পাশে অবস্থান করা নিহত রাজীবকে আবুবকর দূরে যাওয়ার জন্য বলে। কিন্তু রাজীব কথা শুনছিল না। এ নিয়ে ধাক্কাধাক্কির এক পর্যায়ে আবুবকরের হাতে থাকা ফল কাটার ছুরি দিয়ে রাজীবের বুকে আঘাত করে। গুরুতর জখম হয় রাজীব। তাৎক্ষণিক রাজীবের রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয় চৌকিদার রাজীবকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজীবের বাড়ি বরকতিয়া গ্রামে। তার বাবার নাম লিটন খলিফা। রাজীব তার খালা নারগিসের সঙ্গে থাকত। আটক আবুবকরের বাড়ি বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম নাসির তালুকদার। . মীরসরাইয়ে যুবক নিজস্ব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, মীরসরাইয়ে চল্লিশ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের একটি ব্রিক ফিল্ডের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, লাশের গলা, কান ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। জানা যায়, শুক্রবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের নাইন জিরো নাইন নামে একটি ব্রিক ফিল্ডের পাশে এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। . যশোরে যুবকের ক্ষতবিক্ষত লাশ স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, শুক্রবার দুপুরে যশোর শহরতলীর মুড়লি এলাকার একটি মেহগনি বাগান থেকে সোহেল রানা (৩২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। পুলিশের দাবি, তিনি মাদক বিক্রেতা এবং মাদক সংক্রান্ত অভ্যন্তরীণ বিরোধে এ হত্যাকান্ড ঘটতে পারে। নিহতের মামা গোলাম মোস্তফা জানান, সোহেল রানা পেশায় একজন ইজিবাইক চালক। বৃহস্পতিবার রাত ৮টা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে মুড়লির নজরুল ইসলামের একটি মেহগনি বাগানে তার মরদেহ পড়ে আছে বলে জানতে পারেন। কোতোয়ালি থানার এসআই শাহাবুল আলম জানান, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। তার বুক ও পেটে ধারাল অস্ত্রের অনেক ক্ষত রয়েছে। তাছাড়া দু পায়ের রগও কাটা ছিল। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। . সাভারে বাসের ভেতর যুবকের লাশ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় যাত্রীবাহী একটি বাসের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় বাসস্ট্যান্ডে পার্কিংয়ে থাকা ‘দোয়েল সিয়াম’ পরিবহনের একটি বাসের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম হোসেন মিয়া (২০)।
×