ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃতজ্ঞ

প্রকাশিত: ০৮:৩১, ২৭ জুলাই ২০১৮

 কৃতজ্ঞ

ঝুম বৃষ্টিতে গীতলতার রেশ মেখে উল্লসিত হয়ে খুঁজি মনোহর শৈশবের বহুমাত্রিকতা। কদম, মহুয়া বনে যতদূর পারি শূন্যতা চিরেই হাঁটি; নাগালের স্বপ্ন বুঝি - ভুলে- ভালে শিস্ দিয়ে যায়- উপচায় যেন মগ্নতার সারি। অধীর তৃষ্ণার ছোট ছোট উচ্ছ্বাস, অনুরক্তে সিক্ত পাশে, নিসর্গের বিধানে দৃষ্টি মেলে সশরীরে ছুটছে ওই কাহিনী; ঝরো ঝরো শ্রাবণের লুকায়িত ক্ষণ নিমেষে কাছে আসে - সমস্ত কিছুর চেয়ে বাসনা- বাঁশরি সুর তোলে স্বতঃস্ফূর্তে। কেকাকল্লোলের আভাসঘন কাঁপন উড়িছে পথে- প্রান্তরে , হৃদয়ময় পদধ্বনি বর্ষার নৃত্যে প্রবল সুখে মুখর। দ্বিধান্বিত নয় গহন ভাষা ; কেবল হৈচৈ যুগ-যুগান্তরে - বিশ্রামবিহীন অতীত আজ এগোতে থাকে মরশুম ঘোরে। শুধুই আকুল করে ঝরো ঝরো সাজ, সমৃদ্ধিতে অনুগামী , কথকতার স্মৃতিতে মিশে গিয়ে তাই, গভীর কৃতজ্ঞ আমি।
×