ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে চার মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৭:০৭, ২৭ জুলাই ২০১৮

বন্দুকযুদ্ধে চার মাদক কারবারি  নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ র‌্যাব ও পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় বুধবার রাতে চট্টগ্রামে ৩ মাদক কারবারি এবং বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরে ১ মাদক কারবারি নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, চট্টগ্রাম নগরীর খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে গাঁজা, আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। র‌্যাব জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, এরা কুমিল্লা থেকে চট্টগ্রামে এসেছিল একটি প্রাইভেট কারে। গোপন তথ্যের ভিত্তিতে রেলওয়ের ক্যান্টিনগেট এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটি থামানো হয়। নিজেদের রক্ষায় তখন তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের বন্দুকযুদ্ধ শেষে সেখান থেকে উদ্ধার করা হয় ৩টি দেহ। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। র‌্যাব জানায়, নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলো-আনোয়ার হোসেন (৩১) এবং ডালিম শেখ (২৯)। প্রাইভেট কার থেকে ১২০ কেজি গাঁজা এবং ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল মির্জাপুর ॥ বন্দুকযুদ্ধে মাদক কারবারি নাজমুল নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের মোশারফ হোসেনের ছেলে বলে জানা গেছে। নাজমুলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদক বিক্রিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত নাজমুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশ। তাকে থানায় আনার পথে পুষ্টকামুরী চরপাড়া বাইপাস নামক স্থানে পৌঁছলে আসামি নাজমুলের অজ্ঞাত সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে তাকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে পুলিশ চরপাড়া বাইপাস থেকে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। বেলা এগারোটার দিকে ঢাকা ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×