ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মামলার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৭:০১, ২৭ জুলাই ২০১৮

 মামলার ফাঁদে ফেলে  টাকা হাতিয়ে নেয়ার  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ জুলাই ॥ সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর গ্রামের এক নারীর বিরুদ্ধে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ‘মামলার ফাঁদে’ ফেলে টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই নারীর শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন পালন করা হয়। জানা গেছে, কয়েকমাস ধরে ওই নারীর দায়ের করা বিভিন্ন মামলায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। সম্প্রতি, ওই নারী দুই গ্রামবাসী মোঃ পাভেল ও মোস্তফা ফকিরের নামে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী ওই নারীর শাস্তির দাবিতে স্থানীয় উজান মল্লিকপুর বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বক্তারা বলেন, পাভেল শেখ ও মোস্তফা ফকিরের নামে নারী নির্যাতনের যে মামলা দায়ের করা হয়েছে তা মিথ্যা। তারা অভিযোগ করে বলেন, এ নারী বিভিন্ন সময় বিত্তশালীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে করছে। বিভিন্ন সময় মামলার ভয় দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি নিজের চাচাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করেছেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কৃষ্ণনগর ইউনিয়নের মেম্বার মনিরুজ্জামান জানান, এই নারী এলাকার পরিবেশ নষ্ট করছে। গ্রামের যারা স্বনামধন্য ব্যক্তি তাদের জড়িয়ে আজেবাজে কথা বলেন।
×