ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর স্টেশন ইয়ার্ডে মেরামত কোচ ভস্মীভূত

প্রকাশিত: ০৭:০০, ২৭ জুলাই ২০১৮

  সৈয়দপুর স্টেশন ইয়ার্ডে মেরামত কোচ ভস্মীভূত

স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ মেরামতকৃত অপেক্ষমাণ আন্তঃনগর ট্রেনে শোভন চেয়ার কোচের একটি বগি রহস্যজনক অগ্নিকা-ে পুড়ে গেছে। বুধবার রাত ৯টার পর পরেই সৈয়দপুর রেলস্টেশনের আউটার ইয়ার্ডে রাখা ওই রেলকোচে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও রেলকোচটির বডি, দরজা, জানালা, ফ্যানসহ প্রায় ৩২টি সিট পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ কেউ জানাতে পারেনি। এ ঘটনায় রাতেই ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়। জানা গেছে, ২০০৭ সালে ব্রডগেজ লাইনের জন্য ইন্দোনেশিয়া হতে আমদানিকৃত লাল, সাদা ও সবুজ রংয়ের যাত্রীবাহী ৭৩০৫ নম্বর শোভন চেয়ারকোচটি আন্তঃনগর ট্রেনে সংযুক্ত ছিল। রেলকোচটিতে ত্রুটি দেখা দেয়ায় তা দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় এনে মেরামত করা হয়। মেরামত শেষে কোচটি রেলের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তরের জন্য সৈয়দপুর রেলস্টেশনের ইয়ার্ডে অপেক্ষমাণ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন বুধবার রাত ৯টার পর পরেই রেলকোচটির একটি জানালা দিয়ে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায় এবং দ্রুত আগুনের লেলিহান শিখা কোচের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি ক্যারেজ (কোচ) পুরোপুরি পুড়ে যায়।
×