ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

প্রকাশিত: ০৫:১৮, ২৭ জুলাই ২০১৮

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

শাহীন রহমান ॥ আজ শুক্রবারের ভরা পূর্ণিমায় শতাব্দীর দীর্ঘতম অন্ধকারে ঢেকে থাকছে চাঁদ। বিজ্ঞানীরা বলছেন আগামী ১শ’ বছরের মধ্যে এতটা সময় ধরে চাঁদ কখনও আর অন্ধকারে ঢেকে থাকবে না। যেটা শুরু হবে আজ রাত এগারোটা ১৩ মিনিটে পূর্ণচন্দ্র গ্রহণের সময়। গ্রহণ শুরু থেকে শেষ হতে সময় নেবে ৫ ঘণ্টা ১৮ মিনিট। গ্রহণ শেষ হবে শনিবার সকাল পাঁচটা ৩১ মিনিটে। আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ণগ্রহণ শুরু হবে রাত দেড়টায়। পূর্ণগ্রহণ শেষ হবে রাত তিনটা ১৩ মিনিট ৩৬ সেকেন্ডে। এর দৈর্ঘ্য হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট। বিজ্ঞানীরা জানিয়েছেন আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখে এটি দেখা যাবে। তবে আকাশে এখন শ্রাবণ মেঘের ঘনঘটা চলছে। ফলে মেঘের কারণে এটি প্রত্যক্ষ করা সম্ভব নাও হতে পারে। তারা জানান, এর আগে নিকট অতীতে এত দীর্ঘ চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যায়নি। ১০৪ বছর আগে একবার পৃথিবীতে এই ঘটনা ঘটেছিল। আগামী ২১শ’ সাল পর্যন্ত পৃথিবীতে এমন ঘটনা আর কেউ প্রত্যক্ষ করবে না। আজ ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে চাঁদ পুরোপুরি ঢেকে থাকবে পৃথিবীর ছায়ায়। পূর্ণ চন্দ্রগ্রহণের আগে ও পরে আংশিক চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। বিজ্ঞানীরা বলছেন চন্দ্রগ্রহণ সাধারণত শুরু থেকে শেষ পর্যন্ত ৩ থেকে চার ঘণ্টার মধ্যে হয়ে থাকে। এবার যেমন ৫ ঘণ্টার বেশি সময় ধরে চন্দ্রগ্রহণ হচ্ছে। আবার পূর্ণগ্রহণ হবে প্রায় পৌনে ২ ঘণ্টা ধরে। এই সময় চাঁদ ঢাকা পড়ে থাকবে পৃথিবীর ছায়ায়। দীর্ঘ সময় ধরে পৃথিবীবাসীকে অন্ধকারের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ এ্যাস্ট্রোনমিকাল সোসাইটির সাধারণ সম্পাদক এফতার সরকার বলেন, এবারের চন্দ্রগ্রহণের সময় চন্দ্র ও পৃথিবী থেকে সূর্য অনেক দূরে অবস্থান করার কারণে চাঁদের আয়তন অনেক ছোট দেখাবে। আর এই দূরত্বের কারণেই সূর্যের মাঝ দিয়ে চাঁদের অতিক্রম সময়টা দীর্ঘ হচ্ছে। তিনি বলেন স্বাভাবিকভাবেই চন্দ্র গ্রহণের সময় হয়ে থাকে ৩ থেকে ৪টা ঘণ্টা। এবার ৫ ঘণ্টার বেশি সময় ধরে চন্দ্র গ্রহণ হবে। যা প্রায় ১০৪ বছরর পরে এটি প্রত্যক্ষ করা যাবে। তিনি বলেন চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং লাল ও কালো দেখাবে। এ কারণে এটির নাম হচ্ছে ব্লাক মুন। তিনি বলেন বৃষ্টির কারণ এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করার সৌভাগ্য কারো নাও হতে পারে। কারণ এখন শ্রাবণ মাস বৃষ্টির সময়। প্রায়ই আকাশ কালো মেঘে ঢেকে থাকছে। আকাশে মেঘ থাকলে এটি দেখা যাবে না।
×