ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেরার দৌড়ে মেসি, এমবাপে, রোনাল্ডো, মডরিচ

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ জুলাই ২০১৮

সেরার দৌড়ে মেসি, এমবাপে, রোনাল্ডো, মডরিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ সালের ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার রাতে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ারে’র জন্য নিজেদের ওয়েবসাইটে ১০ জনের তালিকা প্রকাশ করেেেছ ফিফা। এই তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এ্যান্টোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপেসহ ১০ জন। তবে তালিকায় ঠাঁই হয়নি নেইমার ও পল পোগবার। মেনস প্লেয়ারের পাশাপাশি দশজনের ওমেন্স খেলোয়াড়ের তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা হয়েছে দশজন কোচের তালিকাও। কোচের লড়াইটা হবে মূলত রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ জেতানো জিনেদিন জিদান, ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম ও বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়ার কোচ জøাটকো ডালিচের মধ্যে। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এবার সংক্ষিপ্ত তালিকায় না থাকা নেইমার আগেরবার হয়েছিলেন তৃতীয়। বার্সিলোনা ছাড়ার পর প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে তিনটি ঘরোয়া শিরোপা জয় করার পরও এবার আর নেইমারের স্থান হয়নি তালিকায়। মূলত ইনজুরিতে অনেকটা সময় মাঠের বাইরে থাকার কারণেই নেই ব্রাজিলিয়ান সুপারস্টার। ২০ বছর পর প্রথমবার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলা ফ্রান্সের হয়ে পোগবা আলো ছড়ালেও তালিকায় তিনি আসতে পারেননি। অথচ তার জাতীয় দলের সতীর্থ এমবাপে, এ্যান্টোনিও গ্রিজম্যান ও রাফায়েল ভারানে ঠিকই জায়গা করে নিয়েছেন। এই তালিকায় একমাত্র ডিফেন্ডার হিসেবে স্থান পেয়েছেন রিয়াল তারকা ভারানে। তার সঙ্গে আরও আছেন বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী রিয়াল মাদ্রিদের সতীর্থ লুকা মডরিচ। লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করা মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহও আছেন এমবাপে, রোনাল্ডো, মেসিদের সঙ্গে। আরও আছেন প্রিমিয়ার লীগের তারকা ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন ও হ্যারি কেন। ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’ প্রবর্তন করার পর দুই বছরই জয় করেছেন রোনাল্ডো। আর মেসি দু’বারই হয়েছেন রানার্সআপ। খেলোয়াড়, কোচ, সমর্থক ও গণমাধ্যকর্মীরা ভোট দিয়ে তাদের সেরা খেলোয়াড়কে বেছে নেয়। অর্থাৎ বর্ষসেরা ফুটবলার নির্ধারণে সমান ২৫ শতাংশ করে অবদান রাখেন ফুটবল বিশ্বের সব জাতীয় দলের অধিনায়ক, কোচ, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও অনলাইনে ফুটবলপ্রেমীরা। ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের কোচ রাশিয়ার স্টানিসলাভ চেরচেসভ ও ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেট। স্বাগতিক রাশিয়াকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়ে বিস্ময় সৃষ্টি করা কোচ চেরচেসভের এই তালিকায় আসা অনেকটাই নিশ্চিত ছিল। অন্যদিকে বেলজিয়াম ও ইংল্যান্ড শেষ চারে জায়গা করে নেয়ায় দুই দলের কোচ রবার্তো মার্টিনেজ ও সাউথগেট তালিকায় আছেন। ফাইনালের দুই দল ফ্রান্সের দিদিয়ের দেশম ও ক্রোয়েশিয়ার জøাটকো ডালিচ আছেন প্রত্যাশামতো। জাতীয় দল ছাড়া ক্লাব ফুটবলের কোচ হিসেবে পেপ গার্ডিওলাই এই তালিকায় এগিয়ে আছেন। তার অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে ১৯ পয়েন্ট এগিয়ে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লীগ শিরোপা জয় করে। লিভারপুল কোচ জার্গেন ক্লপ লীগে চতুর্থ স্থান নিয়েও তালিকায় আছেন। গত বছর এই পুরস্কার জয় করেছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। টানা তৃতীয়বারের মতো রিয়ালকে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উপহার দেয়ায় জিদান আবারও মনোনীত হয়েছেন। মে মাসে রিয়ালের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় এই তালিকায় একমাত্র চাকরিবিহীন কোচ হিসেবে আছেন ফরাসী কিংবদন্তি। খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা ॥ অ্যান্টোনিও গ্রিজম্যান (এ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স), ইডেন হ্যাজার্ড (চেলসি/বেলজিয়াম), হ্যারি কেন (টটেনহ্যাম/ইংল্যান্ড), কিলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স), লিওনেল মেসি (বার্সিলোনা/আর্জেন্টিনা), লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), মোহাম্মেদ সালাহ (লিভারপুল/মিসর), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)। কোচের সংক্ষিপ্ত তালিকা ॥ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি (জুভেন্টাস), স্টানিসলাভ চেরচেসভ (রাশিয়া), জøাটকো ডালিচ (ক্রোয়েশিয়া), দিদিয়ের দেশম (ফ্রান্স), পেপ গার্ডিওলা (ম্যানচেস্টার সিটি), জার্গেন ক্লপ (লিভারপুল), রবার্তো মার্টিনেজ (বেলজিয়াম), দিয়াগো সিমিওনে (এ্যাটলেটিকো মাদ্রিদ), গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড), আর্নেস্টো ভালভার্ডে (বার্সিলোনা) ও জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)।
×