ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ’র পাঁচ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

প্রকাশিত: ০৬:২৬, ২৬ জুলাই ২০১৮

বিএসএমএমইউ’র পাঁচ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত “প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭” পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৫ কৃতী শিক্ষার্থী। ইউজিসির উদ্যোগে “প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭” প্রদান অনুষ্ঠান বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শাপলা হল’-এ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (১৬৩ জন) কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করেন। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ “প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭” প্রদান অনুষ্ঠানটি বেলা ১১টায় এ বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানটি প্রদর্শনের ব্যবস্থা নেয়। অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান ও লিভার বিভাগের অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান প্রমুখ-বিজ্ঞপ্তি।
×