ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা ॥ গুলিবিদ্ধ মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৮:২৮, ২৫ জুলাই ২০১৮

পুলিশের ওপর হামলা ॥ গুলিবিদ্ধ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় মঙ্গলবার বিকেলে পুলিশের ওপর হামলা করে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারিকে গুলি করে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এক এএসআই আহত হয়েছে। আটক মাদক কারবারির নাম জসিম উদ্দিন (২৭)। সে সিংহশ্রী ইউনিয়নের বড়ইবাড়ি এলাকার তমিজ উদ্দিনের ছেলে। তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, সিংহশ্রী ইউনিয়নের বড়ইবাড়ি এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কয়েক মাদক কারবারি অবস্থান করছে-এ খবর পেয়ে সিংহশ্রী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোঃ সেকান্দর আলী সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ মাদক কারবারি জসিম উদ্দিনের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করে। তাকে আটকের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সে পালানোর জন্য এএসআই মোঃ সেকান্দর আলীকে লক্ষ্য করে চাপাতি দিয়ে কোপ দেয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ জসিমকে আটক করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এএসআই সেকান্দর আলীও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×