ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে বিদ্যুত স্পর্শে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩২, ২৫ জুলাই ২০১৮

আদমদীঘিতে বিদ্যুত স্পর্শে কিশোরের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ জুলাই ॥ মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারে রাকিব হাসান (১২) নামের এক কিশোর বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। সে ওই বাজারের গোবিন্দ সরকারের দোকানের কর্মচারী এবং চাঁপাপুর বাজার পাশের কাঞ্চনপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। জানা গেছে, রাকিব মহাজনের দোকানের টিনের ছাউনির ফুটো দিয়ে দোকানের ভেতরে পড়া বৃষ্টির পানি বন্ধ করার জন্য ছাউনির ওপর উঠে। এ সময় মেইন লাইনের বিদ্যুতের তারের সঙ্গে রাকিবের হাত আটকে যায়। এক সময় সে ছিটকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। মানিকগঞ্জ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদ্যুতস্পৃষ্টে আব্দুর রাজ্জাকের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার নালী ইউনিয়নের কলতা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বিদ্যালয়ে ঝাড়ুদারের চাকরি করতেন।
×