ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেধাবী শিক্ষার্থী দরিদ্র কাকলীর পাশে দাঁড়াল র‌্যাব

প্রকাশিত: ০৪:৪২, ২৩ জুলাই ২০১৮

 মেধাবী শিক্ষার্থী দরিদ্র কাকলীর পাশে দাঁড়াল র‌্যাব

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ জুলাই ॥ মাদারীপুর জেলার শিবচর উপজেলার মেধাবী ছাত্রী কাকলী আক্তার এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। কাকলী শিবচর উপজেলার মধ্যে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। অদম্য সেই মেধাবী শিক্ষার্থীর চোখে-মুখে আছে স্বপ্ন জয়ের আশা। কিন্তু স্বপ্নকে বাস্তব রূপ দেয়ার মতো মেধা আছে, নেই আর্থিক সচ্ছলতা, নেই পরিবারে কোন শিক্ষিত সদস্য, যে তাকে দিতে পারবে উচ্চ শিক্ষার দিক নির্দেশনা। কারণ কাকলীর বাবা একজন দিন মজুর, মা গৃহিণী। পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় কাকলী। তার স্বপ্ন সে একজন উচ্চ শিক্ষিত নারী হয়ে দেশের সেবা করার। তার এই পরিস্থিতিতে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাকলীর এই পরিস্থিতিতে তার মনে সাহস যোগানোর জন্য তার পাশে এসে দাঁড়িয়েছে “র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন”। তাকে অভিনন্দন জানিয়েছেন র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ। তিনি বলেন, ডিজি র‌্যাব কাকলীর ব্যাপারে খুবই সদয় আছেন। তিনি চান এই ধরনের মেধাবী শিক্ষার্থী যেন অকালে ঝরে না পড়ে। কাকলী যাতে ভবিষ্যতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে সে ব্যাপারে র‌্যাব সর্বদা তার পাশে থাকবে।’ শনিবার র‌্যাবের পক্ষ হতে ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ নগদ ১০ হাজার টাকা, মিষ্টি এবং একটি ড্রেস উপহার দেন। উল্লেখ্য, চলতি বছর এইচএসসির ফলাফলে জেলার শিবচর উপজেলার ৫টি কলেজের মধ্যে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে ৮৮.৫৯ ভাগ উত্তীর্ণ হয়ে শীর্ষ স্থান দখল করে। উপজেলার মধ্যে একমাত্র জিপিএ-৫ অর্জনধারী ওই কলেজের মেধাবী ছাত্রী কাকলী আক্তার। দফায় দফায় পদ্মা নদী ভাঙ্গন আক্রান্ত কাকলীর নিঃস্ব পরিবারটি উপজেলার পাঁচ্চরে এক চালার একটি খুপড়ি ঘরে বসবাস। ৫ ভাই বোনের সংসারে বাবা হারুন মাদবর দিনমজুর আর মা তাসলিমা বেগম সংসারী। অন্যের জমিতে বাবা দিনমজুরি করে সংসার চালান।
×