ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুব গেমসে পদকজয়ীদের বিকেএসপিতে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:৩৩, ২২ জুলাই ২০১৮

যুব গেমসে পদকজয়ীদের বিকেএসপিতে প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার ॥ যুব গেমস শেষ হবার পর অবশেষে আবার মাঠে নামার সুযোগ তরুণ ক্রীড়াবিদদের। আসরে পদকজয়ী ১৩০ এ্যাথলেটকে বিনা খরচে সাভারের বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছে বিওএ। প্রশিক্ষণের পাশাপাশি বিকেএসপিতে বিনা খরচে পড়াশোনার সুযোগও পাচ্ছেন তারা। বাংলাদেশ যুব গেমসের শুরুটা ম্লান ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে। আসর শেষ হয়েছে মার্চে। কিন্তু সমন্বয়ের অভাবে এরপর অনেকটা অলস সময় কাটিয়েছে তরুণ ক্রীড়াবিদরা। চার মাস পর অবশেষে মাঠে নামার সুযোগ তরুণ প্রতিভাদের জন্য। যুব গেমসে পদকজয়ী ১৩০ ক্রীড়াবিদকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিওএ’র। দেশের একমাত্র ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসিতে রেখেই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিওএ। এছাড়া আর্থিক পুরস্কার বাড়ছে আন্তর্জাতিক আসরে পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদদের। গেমস এবং পদক অনুযায়ী তিনগুণ পর্যন্ত পুরস্কার বাড়িয়েছে বিওএ। আসন্ন এশিয়ান গেমসে নতুন পরিকল্পনার প্রতিফলন দেখতে চায় বিওএ। সরকারী বরাদ্দ কিংবা স্পন্সর না পেলেও পরিকল্পনা করছে নিজস্ব তহবিল থেকে খেলোয়াড়দের ট্রেনিং ক্যাম্প চালিয়ে যাবার ।
×