ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী দুই বছর বিদেশে লীগে অনিশ্চিত পেসার মুস্তাফিজুর রহমান

টেস্ট খেলতে চান না সাকিব-মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:২৯, ২২ জুলাই ২০১৮

টেস্ট খেলতে চান না সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ যিনি টেস্ট খেলতে চান না, তিনিই দলের অধিনায়ক! এই একটি প্রশ্ন অনেক বড় করে উঠছে। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান টেস্ট ক্রিকেট খেলতে চান না। তখনই সবার মুখে প্রশ্ন উঠে গেছে। সবাই বিস্মিতও। সাকিব টেস্ট খেলতে না চেয়েও অধিনায়ক! আর আইপিএল থেকে বারবার ইনজুরি নিয়ে মুস্তাফিজ দেশে ফেরেন। দলকে ভালভাবে সার্ভিস দিতে পারেন না। আর তাই আগামী দুই বছর মুস্তাফিজের বিদেশী লীগ খেলাতেও বাধা আসার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। শুক্রবার এই বোমাগুলো ফাটান বিসিবি সভাপতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাজেহাল হতেই এমন কথা বের হয়ে আসে। আজ শুরু ওয়ানডে সিরিজ। এর আগে এমন কথাই বললেন বিসিবি সভাপতি। তিনি জানান, ‘আমাদের দেশে এখন দেখছি, বেশ কিছু সিনিয়র ক্রিকেটার, তারাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে আমি বলছি যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মুস্তাফিজও টেস্ট খেলতে চায় না। ও’ বলে না যে খেলতে চায় না, চায় একটু এড়িয়ে চলতে। হতে পারে ও’ ইনজুরিপ্রবণ বেশি, টেস্ট খেলতে গিয়ে আবার ইনজুরিতে পড়বে, হতে পারে এ কারণে।’ রুবেলের কথাও চলে এসেছে। রুবেলকে নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘এখন অনেকেই টেস্ট খেলতে চায় না। টেস্ট তো একটু কঠিন। রুবেল অনেক অভিজ্ঞ। অনেকদিন ধরে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। ও’র জন্যও টেস্ট একটু কঠিন হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্ম থেকে ক্রিকেটার নিয়ে আসতে হবে।’ সঙ্গে যোগ করেন, ‘টেস্টের জন্য আমাদের নতুন দল গড়তে হবে। পারলে টি২০তেও। হয়তো তিন-চারজন কমন থাকবে। সবদেশ এখন তাই করে। সবারই স্পেশালিস্ট টি২০ ও টেস্ট ক্রিকেটার আছে।’ বিদেশে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে গিয়ে বারবার চোটাক্রান্ত হয়ে দেশে ফেরেন মুস্তাফিজ। মুস্তাফিজের বেলাতে একটু কড়া হচ্ছে বিসিবি। বিসিবি সভাপতিই যেমন ইঙ্গিত দিয়েছেন, ‘মুস্তাফিজ এসে শুরুতে অসাধারণ সাফল্য নিয়ে এসেছিল। এখন বারবার ইনজুরিতে পড়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ও’ বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে গিয়ে ইনজ্যুরড হচ্ছে। আর দেশকে সার্ভিস দিতে পারছে না। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের বোর্ডে থাকবে, বোর্ডই তাকে সেবা শুশ্রƒষা করবে। ভাল করবে। আবার সে ওখানে ওদের জন্য খেলতে গিয়ে জাতীয় দলে খেলবে না। আবার আমরা ওকে ঠিক করব। এটা হয় না। জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে আমি ওকে বলে দিয়েছি, আগামী দুই বছর ওর বাইরে যাওয়া ঠিক হবে না।’ আইসিসি সভাতে অবশ্য টেস্ট নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশগুলোর তেমন আগ্রহ নেই, এ কথাও জানিয়ে দেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আইসিসিতে আমি দেখেছি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশগুলোর আমি টেস্ট খেলার প্রতি আগ্রহই দেখিনি। বোর্ড হিসেবেই তারা আগ্রহী না। পাশাপাশি ব্রডকাস্টাররাও আগ্রহী নয়। তারা বলে টেস্টে দর্শক হয় না। এটা একটা ইস্যু।’ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে বাংলাদেশের ভরাডুবি নিয়ে উইকেটের প্রসঙ্গ টেনে এসেছেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘এইবার যাওয়ার আগেই ও’রকম একটা পিচ বানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বানানোই যাচ্ছে না। দেখতে হবে, কি করলে ও’রকম পিচ বানানো যায়। বাইরে থেকে মাটি আনা যায় কিনা, সেটি নিয়ে আলোচনা করছি। নতুন যে কিউরেটর এনেছি, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। আমাদের ওই ধরনের পিচ করা লাগবে, উপায় নেই। কারণ গত চার বছরে দেশে আর উপমহাদেশেই বেশি খেলেছি। এখন বাইরে যাওয়া লাগবে। ঘরোয়া ক্রিকেটেও এ রকম পিচ করতে হবে।’ বিসিবি সভাপতি পাপন যেখানে সাকিব ও মুস্তাফিজের টেস্ট খেলার অনাগ্রহের কথা জানিয়েছেন। সেখানে বাস্তবতাও তুলে ধরেছেন। কোন দেশই এখন টেস্ট নিয়ে আগ্রহী নয়!
×