ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চন্দ্রিমা উদ্যানের লেক থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৩, ২০ জুলাই ২০১৮

চন্দ্রিমা উদ্যানের লেক থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। এদিকে শাহজালালে ৪১১ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেক থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বলেন, লেকে গোসল করতে গিয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ যাত্রী গ্রেফতার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১১ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ তৌহিদুল আলম (৪৯) নামের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ওই ব্যক্তিকে সিগারেটসহ আটক করেন। এপিবিএন বলেছেন, জব্দ করা সিগারেটের দাম সাড়ে ছয় লাখ টাকা। গ্রেফতারকৃত তৌহিদুল আলমের বাড়ি চট্টগ্রাম জেলার ভূজপুর থানার সুয়াবিল গ্রামের। তিনি প্রায়ই দেশের বাইরে যাতায়াত করেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বুধবার মধ্যরাতে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন তৌহিদুল আলম। ভোর চারটার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ পেরিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক ভেবে এপিবিএন সদস্যরা তাকে গতিরোধ করে। পরে তৌহিদুলের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করতে শুরু করেন। তল্লাাশির একপর্যায়ে তার কাছে আমেরিকান ব্র্যান্ডের ৪১১ কার্টন সিগারেট পাওয়া যায়। বাংলাদেশে আমদানি নিষিদ্ধ এসব সিগারেটের আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা।
×