ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্টে থাকছেন না স্টোকস!

প্রকাশিত: ০৫:২৫, ২০ জুলাই ২০১৮

লর্ডস টেস্টে থাকছেন না স্টোকস!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে ইংল্যান্ডে টি২০ ও ওয়ানডে সিরিজ শেষ। টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ওয়ানডে সিরিজে একই ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। এবার সামনে আছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বেন স্টোকসকে নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। লর্ডস টেস্টে, দ্বিতীয় টেস্টে যে স্টোকসের খেলা অনিশ্চিত। টেস্টটিতে থাকছেন না স্টোকস। আগস্টের প্রথম দিনই শুরু হবে টেস্ট সিরিজ। বার্মিংহ্যামে দুই দলের মধ্যকার শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৯ আগস্ট লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। একটি মামলাল শুনানি থাকায় হয়ত লর্ডস টেস্টে থাকবেন না স্টোকস। ব্রিস্টলের নাইটক্লাবের বাইরে মারামারির মামলায় আগামী ৬ আগস্ট হাজিরা দেবেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ব্রিস্টলের ক্রাউন কোর্টে পাঁচ থেকে সাতদিন চলবে এ ট্রায়াল। আর লর্ডসে আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ড-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। তাই ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে খেলতে পারবেন না স্টোকস। গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকাল তৃতীয় ম্যাচের আগে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারি করেন স্টোকস। এরপর তার বিরুদ্ধে মামলা হলে পরবর্তীতে সাময়িক সময়ের জন্য স্টোকসকে জাতীয় দলে নিষিদ্ধ করে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে জাতীয় দলের হয়ে কয়েকটি সিরিজ মিস করেন স্টোকস। তবে চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেন স্টোকস। এতে বুঝা যায়, এখন থেকে নিয়মিতই জাতীয় দলের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। তবে আদালতে হাজিরা থাকায় লর্ডসে স্টোকসকে নাও দেখা যেতে পারে।
×