ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচন কোন বাহিনীর অধীনে হবে না ॥ চীফ হুইপ

প্রকাশিত: ০৪:৩৭, ২০ জুলাই ২০১৮

জাতীয় নির্বাচন কোন বাহিনীর অধীনে হবে না ॥ চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ জুলাই ॥ জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন বাহিনীর অধীনে হবে না, জনগণই বাহিনী, জনগণই বাহিনী হয়ে ভোট দেবেন। কোন কোন রাজনৈতিক দল চায় বাহিনীর অধীনে ভোট হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছেন। জনগণই যোগ্যদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন। কোন দুর্নীতিবাজদের জনগণ ভোট দেবেন না। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল সূচক অতিক্রম করেছে। মৎস্য উৎপাদনে বিশে^ বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থানে। তাই বিশে^র কাছে বাংলাদেশ একটি উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এটা একমাত্র আওয়ামী লীগের জন্যই সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮-এর র‌্যালি ও বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মোতালেব, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমুখ।
×