ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সা পুকুরে ॥ দুই শিশু নিহত

প্রকাশিত: ০৪:৩৫, ২০ জুলাই ২০১৮

মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সা পুকুরে ॥ দুই শিশু নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার রামচন্দ্রপুরে বৃহস্পতিবার দুপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সা পুকুরে পড়ে গেলে দুই শিশু নিহত ও ৬ শিশু আহত হয়েছে। নিহত দুই শিশু হচ্ছে মুক্তাগাছার নিমুরিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে দিবা ও উপজেলা আওয়ামী লীগ নেতা জয়দা গ্রামের সাইফুল ইসলাম ম-লের মেয়ে লামিয়া আক্তার ইতি। আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ট্রাকের চালক আব্দুল লতিফ ও হেলপার আহমদ আলীকে আহতাবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছার কালীবাড়ী হালিমা-সাদিয়া মহিলা মাদ্রাসার ৯ শিশু ছুটির পর অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিল। পথে রামচন্দ্রপুর বগারপুল নামকস্থানে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে ধাক্কা দিলে সেটি সিটকে পুকুরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নওগাঁয় চালকসহ নিহত দুই নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সাটইল গ্রামের মৃত লালমন প্রামানিকের ছেলে অটোরিক্সার চালক তসলিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত লহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আজিজুল ইসলাম উপজেলা সদর প্রসাদপুর বাজারের উদ্দেশ্যে প্রতিবেশী তসলিম উদ্দিনের অটোরিক্সায় চড়ে বাড়ি থেকে রওনা দেন। তাদের বহনকারী অটোরিক্সাটি দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে নওগাঁগামী নিবিড় ট্রাভেলস নামে বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তসলিম ও আজিজুলের মৃত্যু ঘটে। শেরপুরে হেলপার নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, ধান বোঝাই ট্রলি ও ট্রাকের সংঘর্ষে মাসুম মিয়া (৩০) নামে ট্রলির হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম নকলা উপজেলার ধনাকুশা গ্রামের বাসিন্দা। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নকলা উপজেলা থেকে ধান বোঝাই ট্রলিটির চালক ও হেলপার মাসুম শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ট্রলিকে ওভারটেক করার সময় ট্রলিচালকের পাশে থাকা হেলপার মাসুমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় ট্রলির চাকাসহ ইঞ্জিনটি দুমড়ে-মুচড়ে যায়। রূপগঞ্জে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী ট্রাক চাপায় সামসু মিয়া (৫৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়। নিহত সামসু মিয়া উপজেলার গুতিয়াবোর মৃত সেতাব উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে পূর্বাচল উপশহরের ভোলাথপুর এলাকার ৩০০ ফুট সড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাক সামসু মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
×