ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বাঁশ ভর্তি ট্রাক চাপায় নিহত ৪

প্রকাশিত: ০৫:০৩, ১৭ জুলাই ২০১৮

 কক্সবাজারে বাঁশ ভর্তি  ট্রাক চাপায় নিহত ৪

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে রোহিঙ্গাসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ ১০ যাত্রী। রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য বাঁশ নিয়ে যাবার সময় সোমবার সকাল ৯টায় উখিয়ার ঘাট বালুখালী কাস্টমস এলাকায় উল্টে যায় বাঁশভর্তি ট্রাকটি। এ সময় ২টি সিএনজি ও ৩টি টমটম বাঁশের নিচে চাপা পড়ে। নিহতরা হলো- স্থানীয় পশ্চিমপাড়ার মঞ্জুর আলমের স্ত্রী এনজিও কর্মী জিনা আক্তার (২২), বালুখালী ব্লক নং ৮ এর রোহিঙ্গা মাহামদুর রহমান প্রকাশ সহিদুর রহমানের স্ত্রী নুর কায়াস (২৫) টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত আব্দুল হামিদের স্ত্রী তসরিম আক্তার (২০) ও তার ২৭ দিন বয়সের শিশু মোশারফা আক্তার। গুরুতর আহত হলদিয়া পালং এলাকার হেলাল উদ্দিন, টেকনাফ নাইট্যংপাড়ার ফাতেমা বেগম, বালুখালী গ্রামের হামিদুর রহমান ও একই গ্রামের আনোয়ারা বেগমকে রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রোহিঙ্গা সেবার কাজে কতিপয় এনজিওর তালিকাভুক্ত এক শ্রেণীর ঠিকাদার পুলিশ ও বনকর্মীদের ম্যানেজ করে ট্রাকে নিয়মের চেয়ে অতিরিক্ত বাঁশবোঝাই করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। প্রায় ২৫-৩০ টন ওজনের বাঁশবোঝাই এই ট্রাক রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে বালুখালী কাস্টমস এলাকায় বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের মূল ফটকের পাশে খাদে পড়ে উল্টে যায়। অন্য যাত্রীরা কোন রকমে প্রাণে রক্ষা পেলেও ঘটনাস্থলে মারা যায় শিশুসহ ৪জন। সেনাবাহিনীর সদস্যরা বাঁশ সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দোষারোপ করে স্থানীয়রা বলেন, রোহিঙ্গা সেবার নামে অতিরিক্ত ওজনের ভারি গাড়ি চলাচলে সড়কের দু’পাশে খাদ সৃষ্টি হলেও সওজ কর্মকর্তারা গাফিলতি করে চলছেন। পাশাপাশি কতিপয় অসৎ পুলিশ ও বনকর্মীর বিরুদ্ধে বাঁশভর্তি ট্রাক থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠেছে। ওসব কর্মকর্তা-কর্মচারীর কারণে কথিত ঠিকাদাররা আশ্রয় প্রশ্রয় পেয়ে একেকটি ট্রাকে ৯ হাজারের বেশি বাঁশ বহন করছে। কুমিল্লায় মোটরসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আল আমিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে মেডিক্যাল কলেজ হাসপাতাল সড়কের বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন জেলার নাঙ্গলকোট উপজেলার চার্বিতলা গ্রামের মৃত আবুল বাসারের পুত্র। তারা এ সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান আসতে দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায়। এসময় মাথায় আঘাত পেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আল আমিন। . মোহনগঞ্জে শিশু নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, মোহনগঞ্জে ইজিবাইকের নিচে প্রাণ গেল এক শিশুর। শিশুটির নাম ইয়াসিন (৪)। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নওগাঁ গ্রামের রিপন মিয়ার পুত্র। জানা গেছে, সোমবার দুপুরে শিশু ইয়াসিন অন্য শিশুদের সঙ্গে রাস্তার পাশে খেলা করার সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ইয়াসিন। এলাকাবাসী ঘাতক ইজিবাইজ ও চালককে আটক করেছে।
×