ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজীবের মৃত্যু মামলার রিপোর্ট ১৩ আগস্ট

প্রকাশিত: ০৪:৪৫, ১৭ জুলাই ২০১৮

  রাজীবের মৃত্যু মামলার রিপোর্ট ১৩ আগস্ট

কোর্ট রিপোর্টার ॥ তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের এক হাত দুই বাসের রেষারেষিতে বিচ্ছিন্ন হওয়ার পর মৃত্যুর মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৩ আগস্ট ঠিক করে আদালত। গতকাল সোমবার পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ নতুন তারিখ ঠিক করেন। মামলার আসামি বিআরটিসি বাসের চালক মোঃ ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের বাসের চালক মোঃ খোরশেদ (৫০) বর্তমানে কারাগারে রয়েছেন। আসামিদের গত ৫ এপ্রিল ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গত ৮ এপ্রিল আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ৩ দফা জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়েছে।
×