ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের হামলায় চার উপজাতি আহত

প্রকাশিত: ০৫:০৭, ১৬ জুলাই ২০১৮

 রোহিঙ্গাদের হামলায়  চার উপজাতি  আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার মাদারবনিয়ায় সন্ত্রাসী ও রোহিঙ্গাদের হামলায় চার উপজাতি গুরুতর আহত হয়েছে। চাকমাপাড়া খালেরবাঁধ এলাকায় উপজাতি সম্প্রদায়ের ৫০ বছরের ভোগ দখলীয় বনভূমির জমি জবরদখলের চেষ্টায় বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপর এ হামলা চালায়। নির্মল কান্তি চাকমা ৪ জনকে আসামি করে রবিবার উখিয়া থানায় এজাহার দিয়েছে। জানা গেছে, মাদারবনিয়া চাকমাপাড়ায় বসবাসরত হতদরিদ্র উপজাতি পরিবারগুলোর নিজস্ব কোন জমিজমা নেই। তারা বন বিভাগের ভিলেজারি সূত্রে প্রাপ্ত পরিত্যক্ত জমি সংস্কার করে জীবন ধারণ করে আসছে। একই এলাকার ভূমিদস্যুখ্যাত কবির আহম্মদ উপজাতিদের ভোগ দখলীয় ওই জমি জবরদখলের চেষ্টায় শনিবার বহু রোহিঙ্গা শ্রমিক নিয়ে যায়। শনিবার সন্ধ্যায় রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় কেটে খালটি ভরাট করে তাদের দখলে নেয়ার চেষ্টা করলে চাকমা পরিবারের লোকজন বাধা দেয়। এসময় ধারালো কিরিচ দিয়ে রোহিঙ্গা ও সন্ত্রাসীরা উপজাতিদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে চাকানো চাকমা, চিং অং চাকমা, অং থাইংচা চাকমা ও কেয়ামং চাকমা গুরুতর আহত হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×