ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর শাখার কর্মী সভা

প্রকাশিত: ০৪:২৯, ১৪ জুলাই ২০১৮

 ঘাতক দালাল নির্মূল  কমিটি যশোর  শাখার কর্মী  সভা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উদীচী যশোর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। সংগঠনের যশোর শাখার সভাপতি হারুন-অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা ফিরোজ ইকবাল, আমিরুল ইসলাম রন্টু, এবিএম কামরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ আলী শাহনেওয়াজ পরাগ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যশোর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান বকুল, বিবর্তনের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিপন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং স্বাধীনতা বিরোধীদের নির্মূলে কাজ করে যাচ্ছে। যশোরের কমিটি পুনর্গঠন এবং গতিশীল করা জরুরী। সেই লক্ষ্যেই আজকের এই কর্মী সভা। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা আজ সমাজে জেঁকে বসেছে। সম্মিলিত চেষ্টা ছাড়া তাদের নির্মূল করা সম্ভব নয়। তিনি স্বাধীনতার স্বপক্ষের সকলকে একসঙ্গে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান।
×