ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় মহিলা ইয়াবা কারবারিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

প্রকাশিত: ০৪:২৬, ১৪ জুলাই ২০১৮

  কুয়াকাটায় মহিলা ইয়াবা কারবারিকে  ছিনিয়ে নিতে  পুলিশের ওপর  হামলা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া/ পটুয়াখালী, ১৩ জুলাই ॥ কুয়াকাটা থেকে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার হওয়া কারবারি মোসাম্মৎ আছিয়া বেগমকে (২৮) ছিনিয়ে নিতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে চারটার সময় পটুয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে পুলিশের কনস্টেবল মোঃ জামাল (কং ৭৪৮) জখম হয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় রুম্মান নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহিপুর থানার এসআই হাফিজের নেতৃত্বে পুলিশ কুয়াকাটার নয়াপাড়া নিজ বাড়ি থেকে ইয়াবা কারবারি আছিয়া বেগমকে দুই হাজার পিচ ইয়াবাসহ আটক করে। এ সময় আছিয়ার স্বামী মামুন খলিফাসহ অন্যরা পালিয়ে যায়। শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আছিয়াকে পুলিশ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। শুক্রবার দুপুরে আদালত পুলিশের তিন সদস্যের একটি দল গ্রেফতারকৃত আছিয়াকে জেলা কারাগারে নিয়ে যাবার পথে তিনটি মোটরসাইকেলযোগে এসে জেলা পাসপোর্ট অফিসের সামনে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
×