ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদার আপীল শুনানি রবিবার

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ জুলাই ২০১৮

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদার আপীল শুনানি রবিবার

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীল শুনানি রবিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। একই মামলায় খালেদার জামিনের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে ৩১ জুলাইয়ের মধ্যে আপীল নিষ্পত্তি করতে আপীল বিভাগের আদেশের বিরুদ্ধে খালেদার রিভিউ আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছে আপীল বিভাগ। তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপীল নিষ্পত্তি না হলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপীল শুনানির সময় বৃদ্ধির আবেদন জানানোর সুযোগ থাকবে বলে জানিয়েছে আদালত। এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার আপীল বিভাগ, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ও বিচারিক আদালত এ আদেশগুলো প্রদান করেছে। এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন , আইনজীবী হিসেবে বিচারাধীন বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলা আদালত অবমাননার শামিল। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার আপীল চলাকালে বৃটিশ আইনজীবী লর্ড কার্লাইল যদি কোন বিরূপ মন্তব্য করেন, তবে তা আদালতের নজরে আনা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীল শুনানি রবিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজ্জাক খান। দুদকের পক্ষে এ্যাডভোকেট খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ উপস্থিত ছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীল শুনানি শুরু হয় বৃহস্পতিবার । এর আগে গত ৯ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীলের শুনানি পিছিয়ে আগামী ১২ জুলাই নির্ধারণ করেছন হাইকোর্ট।
×