ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে রূপ দেয়া হবে ॥চউক চেয়ারম্যান

প্রকাশিত: ০৭:১০, ১২ জুলাই ২০১৮

চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে রূপ দেয়া হবে ॥চউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামকে বিশ্বমানের বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জলাবদ্ধতা ও যানজটমুক্ত অবস্থা গড়তে হবে সবার আগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় জলাবদ্ধতা নিরসনসহ উন্নয়ন পরিকল্পনাগুলো সাজানো হয়েছে। গৃহীত সকল প্রকল্পই নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে কথাগুলো বলেন। বুধবার চউকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সমিতির নেতৃবৃন্দ জলাবদ্ধতাসহ নানা সমস্যার কথা অবহিত করে বলেন, অল্প বৃষ্টিতে কাতালগঞ্জ আবাসিক এলাকাসহ বিভিন্নস্থানে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়। পানি নামার পর পোহাতে হয় কাদা-মাটির দুর্ভোগ। এতে করে অধিবাসীদের চলাচল করতে খুবই কষ্ট হয়ে। সমস্যা তুলে ধরে তারা চউক চেয়ারম্যানের কাছ থেকে পদক্ষেপ কামনা করেন। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, প্রাকৃতিক ও জলবায়ুর প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চউকের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু করেছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে এলাকার মানুষ অচিরেই রেহাই পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির উপদেষ্টা নুরুল আমিন, সভাপতি সৈয়দ খুরশিদ আলম, সহ-সভাপতি হারুনুর রশিদ ডিউক, সহ-সভাপতি সেলিম রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম পারভেজ, সমাজ কল্যাণ সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ।
×