ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মায় পানি বৃদ্ধি ॥ শতাধিক বাড়ি ভাঙ্গনের মুখে

প্রকাশিত: ০৬:৫৩, ১১ জুলাই ২০১৮

পদ্মায় পানি বৃদ্ধি ॥ শতাধিক বাড়ি ভাঙ্গনের মুখে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ জুলাই ॥ পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে শিবচরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। এরই মধ্যে শিবচরের চরাঞ্চলে ৩ শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনাসহ ভাঙ্গনের মুখে পড়েছে শতাধিক ঘরবাড়ি। ইতোমধ্যে বেশ কিছু স্থাপনা ভেঙ্গে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে হাটবাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ চরজানাজাত ইউনিয়নের সহস্রাধিক কাঁচা-পাকা স্থাপনা। জানা গেছে, গত ২/৩ দিনে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে শিবচরের চরাঞ্চলের চরজানাজাত, কাঁঠালবাড়িসহ ৩ ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, মালেক তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মজিদ সরকার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩টি ভাঙ্গনের মুখে পড়েছে। নিলামের মাধ্যমে ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবন ভেঙ্গে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এতে ওই বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। দুই এক দিনের মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো সরিয়ে না নিলে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পদ্মার পানি বৃদ্ধি ও ভাঙ্গনের কারণে চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অত্যন্ত ঝুঁকি মাথায় নিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নেয়া হচ্ছে। এদিকে ভাঙ্গনের মুখে চরের শতাধিক ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন আক্রান্তরা। ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে খাসেরহাট, চরজানাজাত ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ সহস্রাধিক ঘরবাড়ি। শিবচরের চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহবুব বলেন, ‘পদ্মায় দ্রুত পানি বেড়ে চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙ্গনের কারণে ৩টি স্কুল আক্রান্ত হয়েছে। স্কুল ভবন অপসারণ চলছে। নতুন স্থানে স্কুল স্থানান্তর হচ্ছে। এছাড়াও শতাধিক ঘর-বাড়ি সরিয়ে নিয়ে গেছে স্থানীয়রা। দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে।’ শিবচর উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ বলেন, ‘পদ্মায় পানি বেড়ে চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙ্গনের কারণে ৩টি স্কুল আক্রান্ত হয়েছে। অত্র এলাকার শিক্ষার্থীদের যাতে কোনভাবে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সে দিকে সার্বক্ষণিক মনিটরিং করছে উপজেলা প্রশাসন।’
×