ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমির কাছাকাছি বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৬:৪৪, ১০ জুলাই ২০১৮

সেমির কাছাকাছি বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ হল্যান্ডে চলমান টি২০ বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। রবিবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় টি২০ ম্যাচে স্বাগতিক হল্যান্ড মহিলা দলকে ৭ উইকেটে বিধ্বস্ত করেছে সালমা খাতুনের দল। আগে ব্যাট করতে নামা ডাচ্ মেয়েদের ১৮ ওভারে মাত্র ৪২ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। পরে ৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটে হারিয়ে শুরু করেছিল সালমারা। টানা দুই জয়ে এখন সেমিতে ওঠার পথ সহজ হয়ে গেল বাংলাদেশের। ৪ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে তারা। আরেকটি ম্যাচ খেলতে হবে গ্রুপ পর্বে আরব আমিরাত মহিলা ক্রিকেট দলের বিপক্ষে। টস জিতে আগে স্বাগতিক ডাচ্ মেয়েদের আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনের ভয়ানক ঘূর্ণি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ডাচ্ ব্যাটাররা। ওপেনার স্টিয়ার ক্যালিস (১৫) ও ডেনিস হানেমা (১৪) ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি, ৬ জন সাজঘরে ফিরেছেন শূন্য রানে। ১৮ ওভারে ৪২ রানেই গুটিয়ে যায় হল্যান্ডের ইনিংস। রুমানা ৩ ওভারে ২ রান দিয়ে ৩টি এবং ফাহিমা ৩ ওভারে ৩ রানে ৩টি ও পান্না ঘোষ ২টি উইকেট নেন। জয়ের লক্ষ্যে নেমে আয়েশা রহমান ৬ ও নিগার সুলতানা ৪ রান করে দ্রুত ফিরে গেলেও শামিমা সুলতানা ১৪ ও ফারজানা হকের ১১ রানের সুবাদে মাত্র ৭.৫ ওভারে ৩ উইকেটে ৪৪ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেন সালমা খাতুনরা। উল্লেখ্য, এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ আগামী নবেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ খেলার টিকেট পাবে। স্কোর ॥ হল্যান্ড মহিলা দলের ইনিংসÑ ৪২/১০; ১৮ ওভার (ক্যালিস ১৫, হানেমা ১৪, রিজকে ৪; রুমানা ৩/২, ফাহিমা ৩/৩, পান্না ২/১৩)। বাংলাদেশ মহিলা দলের ইনিংসÑ ৪৪/৩; ৭.৫ ওভার (শামিমা ১৪, ফারজানা ১১; স্লোব ২/৪)। ফল ॥ বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ফাহিমা খাতুন (বাংলাদেশ মহিলা ক্রিকেট দল)।
×