ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাব-রেজিস্ট্রারের অনিয়মের প্রতিবাদে দলিল লেখকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৫, ১০ জুলাই ২০১৮

সাব-রেজিস্ট্রারের অনিয়মের প্রতিবাদে দলিল লেখকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূরুঙ্গামারীতে সাব-রেজিস্ট্রারের বিভিন্ন অনিয়ম ও প্রায় দুই মাস থেকে অফিস না করায় তার অপসারণের দাবিতে দলিল লেখক, ক্রেতা-বিক্রেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার দলিল লেখক সমিতির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে সাব-রেজিস্ট্রি অফিস থেকে মিছিলটি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসের সামনে সমাবেশ করে। সমিতির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মিজানুর রহমান, জমি ক্রেতা হায়দার আলী প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে প্রায় এক বছর আগে নাবীব আফতাব সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে দলিল লেখক সমিতির সদস্যদের মধ্যে প্রযোজনীয় কাগজপত্র জমাদান, দলিল সম্পাদনে উৎকোচ দাবি করায় সমিতির সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের কারণে উক্ত সাব-রেজিস্ট্রার প্রায় দুই মাস থেকে অফিস না করায় জমিক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি চরমে ওঠে।
×