ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্দোলনের ইস্যু খুঁজতে কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫১, ১০ জুলাই ২০১৮

আন্দোলনের ইস্যু খুঁজতে কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আন্দোলনের ইস্যু বের করার দুরভিসন্ধি নিয়ে বিএনপি কোটা আন্দোলনের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, আন্দোলন করার মতো জনসমর্থন বিএনপির নেই, তাই তারা আজকে কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করেছে। এখান থেকে যদি কোন ইস্যু বের করা যায়। যদি আন্দোলনের কোন ইস্যু পিকআপ করা যায়, এটাই তাদের দুরভিসন্ধি। সোমবার রাজধানীর বনানী সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এতদিন একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে বলেছে কমিটি নেই। এখন তো মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটা কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই কমিটির কার্যক্রমের প্রতি মিটিংও হয়েছে। কিন্তু এই বিষয়টা হুট করে সমাধান করা যাবে না। কিন্তু সরকারের আন্তরিকতা ও ইচ্ছার সামান্যতম কমতি নেই। আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত তাদের আবারও বলব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন, একটা শক্তিশালী কমিটি করে দিয়েছেন। কমিটিও তাদের তৎপরতা শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাসে ও তাঁর নির্দেশে কমিটির কাজ এগিয়ে চলছে। এই কর্মকা-ের ওপর আস্থা রেখে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে কিছুটা সময় অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। প্রধানমন্ত্রী যা বলেন তা করেন। তিনি কথা দিলে কথা রাখেন।’ কোটা আন্দোলন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের যেকোন কথা, কাজ ও আশ্বাস বিএনপির কোন দিনই পছন্দের নয়। সরকার যা-ই করে, তাতে তাদের কোন আস্থা নেই। তাদের কোন সায় নেই। কাজেই বিএনপি কী বলল না বলল, তারা আন্দোলন করে ব্যর্থ হয়েছে। নয় বছর আন্দোলনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ‘আন্দোলন ছাড়া বিএনপি নেত্রীকে জেল থেকে বের করা সম্ভব নয়’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বাংলাদেশের মানুষ পুড়িয়ে মারার আন্দোলন করে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ এই ধরনের আন্দোলন প্রত্যাখ্যান করেছে। কাজেই জনগণকে সম্পৃক্ত করে যে আন্দোলন, সেই আন্দোলন করতে গিয়ে তারা বারবার ডাক দিয়েছে, কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি। এখন কোটা আন্দোলন নিয়ে ইস্যু বানানোর চক্রান্ত করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) তিনিও কোটা সংস্কারের অন্দোলনে জড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ফোন দিয়েছিলেন এটাও সবারই জানা। ‘বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি না দিলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়’-বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে কাদের বলেন, বিষয়টা তো সেটা না। আইনী প্রক্রিয়ায় বেগম জিয়া যদি বেরিয়ে আসেন, তাহলে তো মুক্ত হচ্ছেন। আইনী প্রক্রিয়ার বাইরে বেগম জিয়াকে মুক্ত করার অন্য কোন পথ আমাদের জানা নেই। এখন বিএনপি বলছে তারা আন্দোলন করে তাকে মুক্ত করবে। দেখা যাক। নির্বাচনের আগে বিএনপি নেত্রীর জেলখানায় থাকা নিয়ে মানুষের কোন মাথাব্যথা নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এখন নির্বাচনের মাত্র তিন মাস বাকি। মানুষ এখন ইলেকশনের মুডে আছে। মানুষ এখন ঝুঁকে গেছে নির্বাচনের দিকে। এ সময়ে বেগম জিয়াকে নিয়ে, বেগম জিয়ার মুক্তি নিয়ে কারও মাথাব্যথা আছে মনে হয় না। এটা বিএনপির থাকতে পারে। আইনী প্রক্রিয়ায় তিনি মুক্তি পেলে আমাদের কোন সমস্যা নেই।
×