ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর বাঁধ সংস্কার শুরু

প্রকাশিত: ০৪:৩৭, ৯ জুলাই ২০১৮

সংবাদ প্রকাশের পর বাঁধ  সংস্কার শুরু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ জুলাই ॥ বুধবার দৈনিক জনকণ্ঠে ‘ঝুঁকিপূর্ণ আত্রাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, শঙ্কায় ২ লক্ষাধিক মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে ৫০ লাখ টাকা ব্যয়ে পাকাপোক্তভাবে মেরামত কাজ শুরু হয়েছে মান্দায় আত্রাইনদীর সেই বালির বাঁধ। শনিবার বিকেলে টেলিকনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। উপজেলার বহুল আলোচিত সুজনসখী খেয়াঘাট সংলগ্ন এলাকায় সেই বালির বাঁধে নতুন করে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশু কুমার সরকার, এসডিই মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী, স্থানীয় গণমাধ্যম কর্মী, নির্মাণ কাজের ঠিকাদার সাজেদুল আলম লাল্টুসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
×