ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর চিকিৎসা সেবা

প্রকাশিত: ০৪:৩১, ৯ জুলাই ২০১৮

  সেনাবাহিনীর চিকিৎসা সেবা

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ৮ জুলাই ॥ পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারবাহিকতায় উপজেলার মরাটিলা এলাকার হতদরিদ্রদের মাঝে দিয়েছে চিকিৎসা সেবা। ৮ জুলাই রবিবার সকাল ৮টা থেকে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। ২২ বীর খাগড়াছড়ি জোনের আয়োজনে বিনামূল্যে সেবা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল পানছড়ি সাব জোন। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন সাইফুল বারী ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ রিপল বাপ্পি চাকমা।
×