ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেলসের ব্যাটে ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ০৭:০৭, ৮ জুলাই ২০১৮

হেলসের ব্যাটে ইংল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি২০তে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের টি২০তে ১-১এ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। কার্ডিফে ভারতের ১৪৮ রান তাড়ায় ইংলিশরা জিতেছে ২ বল বাকি রেখে। শেষ দিকে এক পর্যায়ে ৮ বলে ১৭ রান দরকার ছিল ইংল্যান্ডের। শেষের আগের ওভারে পঞ্চম বলে বাউন্ডারি মারেন হেলস। শেষ বলে সিঙ্গেল নিয়ে ধরে রাখেন স্ট্রাইক। এরপর শেষ ওভারের প্রথম দুই বলে ওই দুই বাউন্ডারি। তৃতীয় বলে সিঙ্গেল, চতুর্থ বলে ডেভিড উইলির ব্যাটে ম্যাচ জেতানো শট। জো রুটকে তিনে জায়গা দিতে এদিন হেলস নেমেছিলেন চারে। দলকে জিতিয়ে ফিরেছেন ৪১ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংসে। ব্রিস্টলে দু-দলের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি২০ আজই। ইংল্যান্ডের রান তাড়া শুরু হয়েছিল জেসন রয়ের ঝড়ে। প্রথম ওভারেই উমেশ যাদবকে দুই চার, এক ছক্কা মারেন রয়। নিজের পরে ওভারেই রয়কে বোল্ড করে প্রতিশোধ নেন উমেশ। উমেশের বলেই ৮ রানে জস বাটলারের ক্যাচ ছাড়েন বিরাট কোহলি। কিন্তু অসাধারণ ফর্মে থাকা বাটলার কাজে লাগাতে পারেননি সুযোগ। ওই ওভারেই ক্যাচ দিয়েছেন সেই কোহলিকেই। তিনে নেমে যুজবেন্দ্র চেহেলের গুগলিতে বোল্ড রুট। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে ইংল্যান্ড। চেপে ধরেছিলেন দুই স্পিনার যুবেন্দ্র চাহাল ও কুলদিপ যাদব। ১০ ওভার শেষে রান ছিল মাত্র ৫৯। একাদশ ওভার থেকে পাল্টা আক্রমণের শুরু। চেহেলকে চার-ছক্কা মারেন হেলস। পরের ওভারে কুলদীপকে বাউন্ডারি মারেন ওয়েন মর্গ্যান, ছক্কায় বল মাঠের বাইরে পাঠান হেলস। ১৭ রান করে মর্গ্যান আউট হন হার্দিক পান্ডিয়ার বলে শিখর ধাওয়ানের দুর্দান্ত ক্যাচে। তাতে রানের গতি যায় একটু কমে। শেষ চার ওভারে যন প্রয়োজন ৩৯ রান, কুলদীপকে বিশাল দুটি ছক্কায় চাপ কমান জনি বেয়ারস্টো। আগের ম্যাচে ৫ উইকেট নেয়া কুলদীপ এদিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য। বেয়ারস্টো পরে আউট হয়েছেন ১৮ বলে ২৮ করে। তাতে শেষ দিকে জমে ওঠে ম্যাচ। নায়ক শেষ পর্যন্ত হেলস। শেষের মতো ইংল্যান্ডের শুরুটাও ছিল দুর্দান্ত। ভারতের শক্তিশালী টপ অর্ডারকে এদিন তারা মেলতে দেয়নি ডানা। ৫ ওভারের মধ্যেই ফেরেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। ৬ ওভারে ভারত তোলে ৩১ রান, গত ২ বছরে ২৭ ম্যাচে পাওয়ার প্লেতে তাদের সর্বনিম্ন রান। মিডল অর্ডারে ৩৮ বলে ৪৭ করেছেন অধিনায়ক কোহলি। অভিজ্ঞ সুরেশ রায়নার ব্যাটে আসে ২০ বলে ২৭। তার পরও রানের গতি ছিল না খুব ভালো। ১৮ ওভার শেষে রান ছিল ১১৫। মহেন্দ্র সিং ধোনি শুরুতে লড়ছিলেন টাইমিং পেতে। জ্বলে ওঠেন শেষে। শেষ দুই ওভারে ভারত তোলে ৩৩ রান। ধোনি অপরাজিত ২৪ বলে ৩২ করে। শেষ ওভার থেকেই আসে ২২। কিন্তু এদিন আর স্পিনে বাজিমাত করতে পারেনি ভারত।
×