ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পায়নের জন্য বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখতে হবে ॥ আমু

প্রকাশিত: ০৬:৪৪, ৮ জুলাই ২০১৮

শিল্পায়নের জন্য বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখতে হবে ॥ আমু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে বরিশাল অঞ্চলে কৃষিভিত্তিক, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটনসহ উদীয়মান বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামোর সুবিধা এ সম্ভাবনাকে আরও জোরদার করেছে। এখান থেকে নদী পথে পণ্য পরিবহনও সুবিধাজনক। এছাড়া স্থানীয়ভাবে কাঁচামালের সহজলভ্যতা রয়েছে। শিল্পমন্ত্রী আরও বলেন, বরিশাল অঞ্চলে শিল্পায়নের বিদ্যমান সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে। মোট কথা শিল্পায়নের জন্য বিশ্ববিদ্যালয় শিল্প সংযোগ অত্যন্ত জরুরী। শনিবার বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃহত্তর বরিশাল অঞ্চলের শিল্প একাডেমি জোট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরও বলেন, আমাদের শিল্প উদ্যোক্তাদের অধিকাংশই প্রথম জেনারেশন অতিক্রম করছে। কোন ধরনের শিল্প স্থাপন লাভজনক হবে, বাজারে কি ধরনের পণ্যের চাহিদা বেশি, কিভাবে প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হবে, কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো এবং ভ্যালু এডিশন করা যায় ইত্যাদি বিষয়ে তাদের ধারণা কম। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষক, উন্নয়ন চিন্তাবিদ, শিল্প বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ তথা এক কথায় একাডেমির পক্ষ থেকে নতুন প্রজন্মের শিল্প উদ্যোক্তাদের সাহায্য করতে হবে। মন্ত্রী বলেন, শিল্পসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রয়াস এই শিল্প বিপ্লবের বাস্তবতা। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সাফল্যের দ্বারপ্রান্তে। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বরিশাল অঞ্চলসহ বাংলাদেশের জ্ঞানভিত্তিক শিল্পায়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা এগিয়ে নিতে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. এসএম ইমামুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের পরিচালক প্রফেসর মিজানুর রহমান। বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের পরিচালক ও কোস্টাল স্টাডিজ এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান, বেঙ্গল বিস্কুট কোম্পানির ম্যানেজার আবদুর রহমান প্রমুখ। ঝালকাঠি ঝালকাঠি থেকে সংবাদদাতা জানান, শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশের মধ্যে পিছিয়ে পড়া দক্ষিণ অঞ্চলকে সরকার একটি অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে। পদ্মা সেতু ও পায়রাবন্দর ঘিরে এই অর্থনেতিক জোনের কর্মকা- শুরু হয়েছে। এই প্রকল্প দুটি শেষ হলে এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু দক্ষিণ অঞ্চল নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে উন্নয়নের রোড ম্যাপে এনেছে এবং বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এ কারণেই আওয়ামী লীগ সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে সরকার গঠন করার সুযোগ করে দিতে হবে। বর্তমান সরকারকে ক্ষমতায় আনার জন্যই শক্তিশালী আওয়ামী লীগ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বড় ভূমিকা রয়েছে। তিনি শনিবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি জেলা পরিষদ আয়োজিত আলহাজ আমির হোসেন আমু সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য আলহাজ বজলুর হক হারুন বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি মোঃ মাহাবুব হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীজের সহসভাপতি ছিদ্দিকুর রহমান ও মোঃ ছালেহ উদ্দিন ছালেক, জেলা পরিষদ সদস্য সারমীন মৌসুমী কেকা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আঃ রশিদ হাওলাদার বক্তব্য রাখেন।
×