ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির বিক্ষোভ কাল

প্রকাশিত: ০৬:০০, ৭ জুলাই ২০১৮

 বিএনপির বিক্ষোভ কাল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে শনিবার সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী পালন করবে বিএনপি। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচী ঘোষণা করেন। একই দাবিতে দলটি সোমবার ঢাকাসহ সারাদেশে পূর্বনির্ধারিত প্রতীকী অনশন কর্মসূচী পালন করবে বলেও তিনি জানান। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে যেন খালেদা জিয়া বিহীন আরেকটি জাল ভোটের নির্বাচন করে ক্ষমতায় যাওয়া যায়। প্রধানমন্ত্রীর শনিবারের বক্তব্যেও সে রকম ইঙ্গিতই পাওয়া গেছে। কিন্তু পাতানো নির্বাচনের ষড়যন্ত্র কোন কাজে আসবে না। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে টানাপোড়েনের কোন প্রশ্ন ওঠে না। এ সমস্যার সমাধান শীঘ্রই হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপির দাবিÑ দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং অবশ্যই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এটাই বিএনপির স্ট্যান্ড। রিজভী বলেন আইন, আদালত, প্রশাসন, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে মুঠোয় নিয়ে খুলনা ও গাজীপুরে নির্বাচন করে সরকার আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। শেখ হাসিনা মনে করছেন খুলনা মডেলে জাতীয় নির্বাচন করে তিনি পার পেয়ে যাবেন এবং ক্ষমতাকে ধরে রাখতে পারবেন। কিন্তু আবারও একটি একতরফা ভোট ডাকাতির নির্বাচন এদেশের মানুষ হতে দেবে না। আর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা যাবে না। বর্তমান সরকারের বিদায় এখন অত্যাসন্ন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আতাউর রহমান ঢালী, দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। জাতীয় ঐক্য ছাড়া নিরপেক্ষ নির্বাচন অসম্ভব- মাহবুব ॥ জাতীয় ঐক্য ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে করা অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন ও চিকিৎসার দাবিতে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐক্য হলে এ সরকার টিকে থাকতে পারবে না। মাহবুব বলেন, খালেদা জিয়াকে শুধু কারাগারে রাখা হয়নি; তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার জন্য একটি পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। বার বার আমরা ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসার দাবি জানিয়েছি কিন্তু সরকার তাদের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। ইতোপূর্বে আমরা দেখেছি কারাবন্দী আওয়ামী লীগের নেতারা তাদের ইচ্ছামতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু খালেদা জিয়াকে সে সুযোগ দেয়া হচ্ছে না। আয়োজক সংগঠনের নেতা আলহাজ ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল প্রমুখ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল ॥ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
×