ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে আহত সুমন অবশেষে মারা গেল!

প্রকাশিত: ০৬:০০, ৭ জুলাই ২০১৮

 আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে আহত সুমন অবশেষে মারা গেল!

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তৌহিদ-ই মোরশেদ সুমন (৪০) অবশেষে মারা গেছেন। ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার বিকাল তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত আবুল কাশেম ভূঁইয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলায়। তিনি মিরপুর-১৩ নম্বর এলাকায় নিজ বাসায় সপরিবার থাকতেন। নিহতের বড় ভাই জিল্লুর রহমান জানান, গত ১৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে সুমন মিরপুর ১৩ নম্বর সেকশনের তার নির্মাণাধীন তৃতীয়তলা বাড়ির ছাদে রড দিয়ে আর্জেন্টিনার পতাকা ওড়াতে যায়। এ সময় রডটি বিদ্যুতের লাইনে লেগে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে সুমনের দুই পা কেটে ফেলতে হয়। দীর্ঘ ২১ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
×