ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নদী রক্ষায় মানববন্ধন

প্রকাশিত: ০২:৫৫, ৭ জুলাই ২০১৮

 নদী রক্ষায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৬ জুলাই ॥ ‘হটাও দুর্নীতি বাঁচাও দেশ, পরিবেশ রক্ষা কর বাঁচাও মানুষ’ এ স্লোগানে চাঁদপুরে ডাকাতিয়া নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের বড় স্টেশন মোলহেডে ডাকাতিয়া নদীর পাড়ে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মতিন ফাউন্ডেশন। মানববন্ধনে ডাকাতিয়া নদীকে অবৈধ দখলমুক্ত ও পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মেজবাহ কবির। তিনি বলেন, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ডাকাতিয়া নদীটি ২০৭ কিলোমিটার দৈর্ঘ্য। এটি চাঁদপুর থেকে শুরু হয়ে কুমিল্লা এবং পরবর্তীতে ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছে। বর্তমানে এ নদীর অধিকাংশ অংশ ভরাট ও অবৈধ দখল হয়ে আছে।
×