ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ৪ লেনের এজতেমা মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ০২:৫৪, ৭ জুলাই ২০১৮

 টঙ্গীতে ৪ লেনের  এজতেমা মহাসড়ক নির্মাণ কাজের  উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৬ জুলাই ॥ শুক্রবার দুপুরে টঙ্গীতে ‘এজতেমা মহাসড়ক’ নামে ৪ লেনের একটি সড়কের আনুষ্ঠানিক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল। এজতেমা মহাসড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা। আগামী এজতেমা শুরুর পূর্বে ৫ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানিয়ছেন গাজীপুরের নির্বাহী প্রকৌশলী। নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এজতেমা ময়দানে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিম রেজার সভাপতিত্বে এক সমাবেশের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, রজব আলী, মুফতি মাসুদুল করিম, বি কম মতি, মুফতি মোহাম্মদ আলী, গাজীপুর যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেন মোল্লা। এজতেমা মহাসড়কটি ৪ লেনে উন্নীত হলে বাইপাস হিসেবে ঢাকা-আশুলিয়া রোডে চলাচলকারী উত্তরবঙ্গের হাজার হাজার যানবাহনের চাপ অনেকটা কমে আসবে।
×