ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে অবৈধ ডিশ ব্যবসার বিরুদ্ধে অভিযান

প্রকাশিত: ০২:৫৩, ৭ জুলাই ২০১৮

 অবশেষে অবৈধ ডিশ ব্যবসার  বিরুদ্ধে  অভিযান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রাজস্ব ফাঁকি দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অবৈধ উপায়ে সম্প্রচার ও ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে অবশেষে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে ডিশ ব্যবসার দায়ে জেলার ফকিরহাট ও রামপাল উপজেলায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফকিরহাটের ‘নিউ ভিশন খুলনা’র কন্ট্রোল রুম সিলগালা করে দেয়া এবং মালামাল জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুরূপ আদালত রামপালের ফয়লা ও ভাগা এলাকায় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এ সময় বিটিভির লাইসেন্স পরিদর্শক আলী আহম্মেদ উপস্থিত ছিলেন। তিনি জানান, অবৈধভাবে খুলনা ভিশন থেকে বাগেরহাট জেলার বেশ কয়েকজন ফিড অপারেটর ব্যবসায়ী বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিশ ব্যবসা করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। এই অনিয়ম ও দুর্নীতি বন্ধে গত ২৭ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে বাগেরহাটে ডিশ বা’ ক্যাবল ব্যবসায়ীদের সঙ্গে বিটিভির লাইসেন্স কন্ট্রোলার জুলফিকার রহমান কুরাইশী মতবিনিময় করে। সভায় বৈধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস যে কোন মূল্যে অবৈধ ক্যাবল বা ডিশ ব্যবসা বন্ধের ঘোষণা দেন। ক্যাবল ব্যবসায়ী এসএম তহিদুল ইসলাম তুহিন, ফারুক-উজ-জামান বাপ্পী, দেবব্রত সাহাসহ জেলার ডিশ ব্যবসায়ীরা এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান। তারা বলেন, খুলনার কতিপয় ডিশ ব্যবসায়ী বা ক্যাবল অপারেটরদের অর্থনৈতিক আগ্রাসনের কারণে বাগেরহাটের বৈধ ক্যাবল অপারেটর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
×