ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিটিসিএলে চুক্তি বহির্ভূত অর্গানোগ্রাম চালুর প্রতিবাদ সিবিএর

প্রকাশিত: ০৬:০০, ৬ জুলাই ২০১৮

বিটিসিএলে চুক্তি বহির্ভূত অর্গানোগ্রাম চালুর প্রতিবাদ সিবিএর

বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) বিটিসিএলে চুক্তি বহির্ভূত অর্গানোগ্রাম চালু করার প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার সিবিএর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রেসিডেন্ট শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বক্তারা অভিযোগ করেন, ভেন্ডর চুক্তি অনুযায়ী বিটিসিএলে অগ্রানোগ্রাম চালু করার কথা। চুক্তি না মেনে অর্গানোগ্রাম চালু করায় স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের চাকরি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ফলে সাধারণ কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। একদিকে বিটিসিএলে কর্মরত হাজার হাজার কর্মচারী উদ্বৃত্ত হচ্ছে অন্যদিকে নিয়োগ হচ্ছে বহিরাগত কর্মচারী। সিবিএর পক্ষ থেকে কয়েকটি চিঠি দেয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে আলোচনার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত জোট সমর্থিত কর্মকর্তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা অনতিবিলম্বে বহিরাগত কর্মচারী নিয়োগ বন্ধ করার দাবি জানান। সিবিএ সেক্রেটারি জেনারেল এসএমএ মুকিতসহ (হিরু) কেন্দ্রীয় নেতারা সভায় বক্তব্য রাখেন।
×