ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

প্রকাশিত: ০৫:১৩, ৬ জুলাই ২০১৮

সিলেটে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সংস্কারবিহীন সড়কে চলাচলে দুর্ভোগের কারণে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। বৃহস্পতিবার দুপুরে হকিয়ার চর গ্রামের সামনে রাস্তায় ধানের চারা রোপণ করে তারা এই ব্যতিক্রমী প্রতিবাদ জানান। লালাবাজার ইউনিয়নের এই রাস্তা দিয়ে প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষের যাতায়াত। দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। বর্তমানে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। বাঘরখলা, মোল্লারবন, হকিয়ারচর, চকরাইপুর, বিবিদইল, করসনা, শাহসিকন্দরের গ্রামসহ আশপাশের হাজারও নারী-পুরুষ প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে হাঁটুকাদা মাড়িয়ে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী সকাল-বিকেল এই রাস্তায় আসা-যাওয়া করে । রাস্তাটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুলনায় আই হসপিটাল উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ আই হসপিটাল খুলনা শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর শিববাড়ির মজিদ সরণিতে অবস্থিত এই হাসপাতালের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ উপলক্ষে হোটেল সিটি ইনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, চিকিৎসকের প্রতি আস্থার অভাবে এ দেশ থেকে রোগীরা বিদেশে চিকিৎসার জন্য পাড়ি জমাচ্ছেন। অনেক ভাল চিকিৎসক আমাদের দেশে আছেন। রোগীর প্রতি আস্থা অর্জন করতে পারলে তারা আর বিদেশে পাড়ি জমাবেন না। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ আব্দুল কাদির, সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক এবং বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ।
×